
শনিবার ০৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হরিহরপাড়া, ক্যানিংয়ের পর উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হেমনগর। জঙ্গি সন্দেহে তিন যুবককে প্রেমনগর উপকূল থানার পুলিশ গ্রেফতার করল। ধৃতদের নাম আব্দুল মোবারক, মহম্মদ হানিফ ও আব্দুল সালাম। তিনজনেই এদেশে দিল্লিতে থাকে বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হেমনগর উপকূল থানার কালীতলা পঞ্চায়েতের সামশেরনগর এলাকায় ওই তিন যুবক ঘোরাঘুরি করছিল। তাদের চলাফেরা দেখে বিএসএফের ১১৮ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তাঁরা ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ওই যুবকদের কথায় বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ভারতীয় কিছু নথি, আধার কার্ড ও ভোটার কার্ড উদ্ধার হয়েছে। তবে সেগুলো আদৌ বৈধ নথি কিনা তা নিয়ে সংশয়ে বিএসএফ আধিকারিকরা ছিলেন। ধৃতদের হেমনগর উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত তিন জনকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বিএসএফের প্রাথমিক অনুমান, ওই তিন যুবক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। তারা সুন্দরবনের সীমান্তবর্তী কুঁকড়েখালি নদী পার করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। বৈধ পাসপোর্ট ছাড়া তারা কেন বাংলাদেশে যাচ্ছিল, পুলিশ তা তদন্ত করছে।
প্রসঙ্গত মুর্শিদাবাদের হরিহরপাড়া ও দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থেকে জঙ্গিযোগের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই তিনজনের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সরাসরি যোগ রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। বসিরহাটের সুন্দরবন সীমান্ত লাগোয়া হেমনগর থেকে ধৃত তিন যুবকের সঙ্গে কোনও জঙ্গির সংগঠনের সরাসরি যোগ রয়েছে কিনা, তা জানার জন্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চাইছে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী