
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সারা সপ্তাহের ক্লান্তির পর অবসন্ন হয়ে পড়ে শরীর, মন। সপ্তাহের অন্তত একটা দিন কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে কে না চায়! হালকা মেজাজে আড্ডা, হইহুল্লোড়ের জন্য উৎসুক হয়ে থাকে মন। কিন্তু রেস্তোরাঁ, ক্যাফের কোলাহল কিংবা ক্লাব, পাবের 'লাউড' মিউজিক, হইচই অনেকেই পছন্দ করেন না। বদলে বাড়িতে বসে শান্তিতে পছন্দের পানীয়তে চুমুক দিতেই স্বচ্ছন্দ্য বোধ করেন তাঁরা। তাই ইদানীং ‘হাউস পার্টি’ বেশ ট্রেন্ডিং।
বাইরে হোক কিংবা বাড়িতে, পার্টিতে সাজগোজ না করলে কি আর চলে! পোশাক আর গয়নার সঙ্গে মানানসই মেকআপ করা জরুরি। সঙ্গে নজরে রাখতে হবে হেয়ারস্টাইলও। মেকআপ যেমন চেহারার খুঁত ঢেকে সৌন্দর্য বাড়িয়ে তুলবে, তেমনই ঘরোয়া পার্টিতে জমকালো মেকআপ বেমানান। তাহলে ঠিক কোন সাজে ‘হাউস পার্টি’তে আপনিই হবেন মধ্যমণি? জেনে নিন-
পার্টিতে আরামদায়ক পোশাক পরার চেষ্টা করুন। বিশেষ করে যদি আপনার বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন হয়, তাহলে যতই আড্ডাতে অংশ নিন, সঞ্চালকের ভূমিকাও কিন্তু পালন করতে হবে। একইসঙ্গে আজকাল পার্টি মানেই পশ্চিমী পোশাক, এমন নয়। বরং ইন্দো-ওয়েস্টার্নের সাজেই নজর কাড়তে পারেন।
ইতিমধ্যে শীতের ছোঁয়ায় ত্বকে টান পড়তে শুরু করেছে। তাই মেকআপ শুরুর আগে ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না যেন। হালকা প্রাইমার লাগিয়ে ফাউন্ডেশন ব্যবহার করুন। চোখের নীচে, নাকের উপর, কপালের মাঝখানে এবং থুতনিতে কিংবা মুখের যে অংশগুলোতে খুঁত রয়েছে সেখানে কলসিলার লাগিয়ে নিন। পাউডার ব্যবহার না করলেও চলবে।
নিঁখুতভাবে করুন চোখের মেকআপ। দিনের বেলায় পার্টি হলে গোল্ড, কপার গোল্ড, রোজ গোল্ড এই সব আইশ্যাডো ব্যবহার করতে পারেন। রাতের সাজের স্মোকি আইস বেশ ভাল মানায়। আজকাল ম্যাট সিপস্টিকের রমরমা। ঠোঁটে লিপলাইনার লাগিয়ে ফুশিয়া পিঙ্ক, ব্রাউন রঙের ন্যুড লিপস্টিক লাগাতে পারেন।
মেকআপের সঙ্গে চুলের সাজও সঠিক হতে হবে। চুল যেন রুক্ষ না লাগে তার জন্য ভাল করে সিরাম ব্যবহার করুন। তাহলে চুল খোলা রাখলেও মোহময়ী দেখাবে। তবে চুলের জেল্লা কম থাকলে বেঁধে রাখাই ভাল।
স্নানের জলে আয়রন? মাথায় দিলে নষ্ট হচ্ছে চুল? নিয়মিত এই কটি নিয়ম মানলেই হারাবে না চুলের জেল্লা
জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে? জিভের রংই বলে দেবে স্বাস্থ্যের হাল-হকিকত
সঙ্গীর শুধুই সঙ্গমে আগ্রহ? আপনার সম্পর্কের রসায়নে বিপদ সংকেত নয় তো! ৫ লক্ষণই বলে দেবে সহজে
কেদারনাথ যাত্রা শুরু আগামিকাল, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা
৪০ পেরিয়েও ২১-এর শক্তি! যৌবন ধরে রাখতে ট্যাবলেট নয়, প্রয়োগ করুন এই পঞ্চবান
এক রাতে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা
লিভারের জন্য জরুরি ম্যাগনেশিয়াম, কোন কোন খাবার মিলিয়ে খেলে ঠেকাতে পারবেন ফ্যাটি লিভারের ঝুঁকি
চাল ভেজানো জলেই ম্যাজিক! এক সপ্তাহ এইভাবে ব্যবহার করুন তো, ফল দেখলে চমকে যাবেন
ফোনের আসক্তিতে সন্তানের আচরণে বদল এসেছে? ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
শুধু রান্না-গরম নয়, হেঁশেলের হরেক কাজ নিমেষে করতে পারে মাইক্রোওয়েভ অভেন! জানেন সেইসব জাদু টোটকা?