
মঙ্গলবার ০৬ মে ২০২৫
"টাকার বিনিময়ে প্রশ্ন" বিতর্কে মঙ্গলবার এথিক্স কমিটি রিপোর্ট পেশ করবে কি না, তা নিয়ে নিশ্চিত নন তিনি . এদিন সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের এমনটাই জানালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র. শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় পেশ করার কথা ছিল। কিন্তু, শেষ পর্যন্ত সোমবার সেই রিপোর্ট পেশ করা হয়নি। অধিবেশনের দ্বিতীয় দিনে মহুয়া সংক্রান্ত বিল পেশ হয়, না কি "টাকার বিনিময়ে প্রশ্ন" ইস্যুতে বিজেপি আরও ধীরে চল নীতি নেয় সেটাই এখেখার ।