
মঙ্গলবার ০৬ মে ২০২৫
বসুন্ধরা রাজ না কি যোগী বালকনাথ, কে দখল করবেন মরু রাজ্যের কুর্সি? রাজস্থানে জয় ছিনিয়ে নেওয়ার দু দিন পরেও সেই হিসেব নিকেশে ইতি টানতে পারেনি গেরুয়া শিবির। এবার কি সেই কাজটা অনেকটাই এগিয়ে দিলেন অধীররঞ্জন চৌধুরী? রাজস্থানের নয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি।
BJP সাংসদ যোগী বালকনাথের সঙ্গে সংসদ অধিবেশন চলাকালীন দেখা হয় কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর। দু"জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। সেই সময় সাংবাদিকদের সামনে যোগী বালকনাথকে রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেন অধীর। যদিও সৌজন্য হাসি ছাড়া কোনও প্রতিক্রিয়াই দেননি বালকনাথ।