
সোমবার ০৫ মে ২০২৫
তীর্থঙ্কর দাস: ভারতীয় নৌবাহিনীতে যোগদান করল নতুন লার্জ সার্ভে ভেসেল 'আইএনএস নির্দেশক'। নতুন ভেসেলটি তৈরি করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)। এই নিয়ে দ্বিতীয় লার্জ সার্ভে ভেসেল পেল ভারতীয় নৌবাহিনী। ৩ ফেব্রুয়ারি ২০২৪ সালে প্রথম লার্জ সার্ভে ভেসেল পায় ভারতীয় নৌবাহিনী। বুধবার ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনামে জাতীয় সংগীত এবং পতাকা উত্তোলনের মাধ্যমে যোগদান করানো হয় আইএনএস নির্দেশককে।
বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, অ্যাডমিরাল রাজেশ পেন্ধরকার, ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ, পূর্বাঞ্চলীয় ন্যাভাল কমান্ড ভাইস অ্যাডমিরাল বি শিবকুমার, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারসের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান কমোডর পি আর হরি ( অবসরপ্রাপ্ত), গার্ডেনরিচ শিপবিল্ডার্স এবং ভারতীয় নৌবাহিনীর অন্যান্য আধিকারিকরা।
গার্ডেনরিচ শিপবিল্ডার্স দেশের একমাত্র শিপইয়ার্ড যা দেশীয় প্রযুক্তিতে সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখার জন্য বন্ধু দেশগুলির জন্য যুদ্ধজাহাজ নির্মাণ করে। গার্ডেনরিচের তৈরি এই জাহাজটি ১১০তম যুদ্ধজাহাজ। ১১০টি যুদ্ধজাহাজের মধ্যে থেকে ৭২টি ভারতীয় নৌবাহিনী, ৩৬টি উপকূলরক্ষী বাহিনী এবং দু'টি যুদ্ধ জাহাজ মরিশাস উপকূলরক্ষী বাহিনী এবং সেশেলস উপকূলরক্ষী বাহিনীর জন্য নির্মাণ করা হয়েছে।
'আইএনএস নির্দেশক' ১১০ মিটার দৈর্ঘ্যের সার্ভে ভেসেল। ভারতীয় নৌবাহিনীর আরও এক জাহাজ 'আইএনএস সন্ধ্যাক'-এর সঙ্গে কাজ করবে 'আইএনএস নির্দেশক'। একটি করে হেলিকপ্টার বহন করার ক্ষমতা রয়েছে এই জাহাজগুলির এবং যুদ্ধেও অংশগ্রহণ করতে পারে এই সার্ভে ভেসেলগুলি। আইএনএস নির্দেশক 'ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন' প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে।
প্রতিরক্ষা রাজ্য মন্ত্রী সঞ্জয় শেঠ তাঁর বক্তৃতায় জানান, এই জাহাজগুলি ভারতের সমুদ্রশক্তিকে আরও শক্তিশালী করবে। গার্ডেনরিচের অবদানকেও তিনি প্রশংসা করেন।
গার্ডেনরিচ শিপ বিল্ডার্স বর্তমানে ৪৪টি জাহাজের নির্মাণ কাজ করছে যার মধ্যে ১৭টি যুদ্ধ জাহাজ তৈরি হচ্ছে ভারতীয় নৌবাহিনীর জন্য। তিনটি ১৭এ উন্নত ফ্রিজেট, ৮টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট এবং ৪টি নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল নির্মাণের কাজও চলছে একই সঙ্গে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের