
রবিবার ২৫ মে ২০২৫
Monkeypox: ২১ দিন নিভৃতবাসে থাকতে হবে, মাঙ্কিপক্সের সংক্রমণ রুখতে নির্দেশিকা জারি কেন্দ্রের
আজকাল ওয়েবডেস্ক: করোনা অতিমারির মাঝেই চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস।
ইতিমধ্যেই গোটা বিশ্বের ৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এখনও পর্যন্ত ১৮ হাজার মানুষ মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত। এই পরিস্থিতিতে ভারতেও বাড়ছে উদ্বেগ। কেরলে ৩ জন এবং দিল্লিতে একজন মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত। তাছাড়াও তেলেঙ্গানা এবং দিল্লিতে আরও দুইজনের শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গিয়েছে। কেরলের তিনজন রোগীই বিদেশ থেকে ফিরেছিলেন। কিন্তু দিল্লির রোগী বিদেশ সফরে যাননি। কীভাবে তিনি সংক্রমিত হলেন, তা ঘিরে চিন্তিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা। উদ্বেগজনক পরিস্থিতিতে মাঙ্কিপক্সের সংক্রমণ রুখতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে,
১. মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিকে ২১ দিন নিভৃতবাসে থাকতে হবে।
২. রোগীর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও ২১ দিন নিভৃতবাসে থাকতে হবে।
৩. মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির শরীরের ক্ষতগুলি ঢেকে রাখতে হবে।
৪. যে স্বাস্থ্যকর্মী মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার সঙ্গে যুক্ত থাকবেন, তাঁর ২১ দিন পর্যন্ত কোনও উপসর্গ দেখা যাচ্ছে কি না, তার উপরেও নজর রাখতে হবে।
৫. স্বাস্থ্যকর্মী এবং রোগীকেও ঘন ঘন হাত ধোওয়া, স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৬. মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীকে ত্রিস্তরীয় মাস্ক পরতে হবে।
৭. শরীরের ক্ষত সম্পূর্ণরূপে শুকিয়ে না যাওয়া পর্যন্ত এবং চামড়া ঝরে না পড়া পর্যন্ত নিভৃতবাসেই রোগীকে থাকতে হবে।
গলে পচে যাচ্ছে লিভার, জানান দেয় ৫ লক্ষণ! অবহেলা করলেই মারা পড়বেন!
গায়ের রং নীল হয়ে যায়, রোজের ব্যবহৃত এই ধাতুর প্রভাবে, অসাবধান হলেই ঘটে যেতে পারে মারাত্মক বিপদ
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন! জানেন প্রস্রাবের ধারা দুর্বল হওয়াও এর লক্ষণ? কীভাবে সময় মতো চিনবেন এই রোগ?
টানা তিনদিন একটি কাজ করলেই নতুন কোষ গজাবে মস্তিষ্কে! কমবে মানসিক চাপ! যুগান্তকারী গবেষণায় নতুন আলো
ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য! বিশ্বের প্রথম মূত্রাশয় প্রতিস্থাপন করলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক!
যোনিদ্বার বন্ধ হয়ে গজিয়ে উঠল ‘পুরুষাঙ্গ’! রোগীর যৌনাঙ্গের অবস্থা দেখে থরথর কাঁপুনি চিকিৎসকদের
বুকে ব্যথা নেই, তবুও হতে পারে হৃদরোগ! চিনে নিন এই মারণব্যাধির ৫টি নীরব লক্ষণ, উপেক্ষা করলেই মৃত্যু
ক্যানসারের ‘অ্যানসার’ লুকিয়ে আছে মানুষের মলে! ‘যুগান্তকারী’ গবেষণায় শোরগোল মার্কিন মুলুকে
কোলন ক্যানসারের যম অতিপরিচিত এই খাবার! নতুন গবেষণায় আশার আলো বিজ্ঞানী মহলে
বাতকর্মেই রোগমুক্তি! বায়ু ত্যাগে ম্যাজিকের মতো সেরে যায় এই রোগ! শুধু জানতে হবে সঠিক পদ্ধতি