বুধবার ৩০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | বস নন, প্রফেসরও নন, আপনি মিস্টার অস্কার ব্রুজোঁ, আপনি থাকছেন স্যর

KM | ১৮ ডিসেম্বর ২০২৪ ০২ : ৪১Krishanu Mazumder


শ্রদ্ধাস্পদেষু
অস্কার ব্রজোঁ, 

অস্কার ব্রুজোঁ, আপনি কি জাদুকর? আমি নিশ্চিত এই প্রশ্ন আপনাকে করলে, ফুৎকারে উড়িয়ে দেবেন। 

আপনাকে যাঁরা হাতের তালুর মতো চেনেন, তাঁদের কাছে আপনি একজন ফাইটার। যোদ্ধা। 

সেই তাঁরাই আপনার সম্পর্কে এখন বলছেন, ''অস্কার ব্রুজোঁ অদ্ভুত এক মানুষ। জিতলে একেবারেই খুশি হন না। জয় ওঁকে স্বস্তি দেয় মাত্র। নিজের ভিতরে জয়ের স্পৃহা আরও বাড়তে থাকে। এর বেশি কিছু নয়। হার একদম হজম করতে পারেন না।'' 

বাংলাদেশের ফুটবলে আপনাকে নিয়ে এখনও চর্চা হয়। তাঁরাই বলছিলেন, অস্কার ব্রুজোঁর বাবা পেশাদার হকি খেলোয়াড় ছিলেন। তিনিই ছেলের ভিতরে লড়াইয়ের স্পৃহা, লড়াইয়ের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। 

মঙ্গলের যুবভারতীতে আপনার এবং আপনার পুরুষসিংহদের লড়াই দেখতে দেখতে আমার আমিরও ইচ্ছা হচ্ছিল নেমে পড়ি মাঠে। 

আমিও গোল করতে চাই জীবনযুদ্ধে। চাই জিততে। হারবো,তবুও পরোয়া নেই। মুখ থুবড়ে পড়বো, তার পর উঠে আবার জিতবো। জেতার ইচ্ছা, লড়াইয়ের মন্ত্র আপনিই তো নতুন করে ফিরিয়ে আনছেন আপনার লাল-হলুদ সংসারে। 

সমর্থকরা বলছেন, আপনি বস নন,প্রফেসরও নন। আপনি যথার্থ একজন কোচ। যিনি খাদের কিনারায় চলে যাওয়া একটা দলকে টেনে তোলার চেষ্টা করছেন নিরন্তর। 

আপনি জিতে নিষ্পৃহ  থাকেন। পরের লড়াইয়ের জন্য তৈরি হন। জেতা ম্যাচ হাতছাড়া করলে নিজের ভিতরেই গুমড়ে মরেন। 

আপনার জন্য রবিঠাকুরের সেই গান গাওয়া হোক বারবার করে, ''তুমি  হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন, তাই হঠাৎ পাওয়ায় চমকে ওঠে মন।'' 

এখন তো শুধু চমকেরই পালা! হারতে হারতে জয়ের সরণী ভুলে যাওয়া, চোট আঘাতে জর্জরিত, কাঁধ ঝুলে যাওয়া একটা দলের শরীরী ভাষায় হঠাৎই ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার।  

দুর্বলেরও যে বল আছে, সেটাই তো মিস্টার ব্রুজোঁ দেখিয়ে দিচ্ছে আপনার দল।  শেষ পাঁচটি ম্যাচের তিনটিতে জয়, একটিতে হার, একটিতে ড্র। এটা শুকনো এক পরিসংখ্যান। 

গোড়ায় আপনাকে দেখে মহাকাব্যের অভিমন্যুর কথাই মনে পড়ছিল। সেই অভিমন্যু চক্রব্যূহে ঢুকতে জানে। কিন্তু বেরনোর রাস্তা সে জানে না।  

কিন্তু এখন সেই বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া শব্দবন্ধনীই বারংবার আওড়াতে ইচ্ছা করে, কামেথ দ্য আওয়ার, কামেথ দ্য ম্যান। 

এই সময়ে আপনাকেই যে দরকার ছিল ইস্টবেঙ্গলে। আপনি যেমন সপ্তরথী দিয়ে সাজানো প্রতিপক্ষের ব্যূহ ভেদ করে  প্রবেশ করতে জানেন, তেমনই বেরনোর রাস্তাও আপনার ভালই জানা। 

জানেন মিস্টার অস্কার ব্রুজোঁ, পাঞ্জাবের বিরুদ্ধে হাফ টাইমে ইস্টবেঙ্গল যখন ২-০ গোলে পিছিয়ে, তখন কেউ বিশ্বাসই করতে পারেননি আপনার দল অসাধ্য সাধন করবে। হারা ম্যাচ এক হ্যাঁচকা টানে বের করে নেবে। খেলার ফল হবে ৪-২। সবাই কৌতূহলী বিরতির সময়ে কী এমন পেপ টক আপনি দিয়েছিলেন যাতে গোটা দলটাই ঘুরে দাঁড়াল! 

এর পরেও কেউ বলবেন, ব্যূহ ভেদ করে বেরিয়ে আসার রাস্তা আপনার অজ্ঞাত।  

 ইস্টবেঙ্গলের পাঞ্জাব বধের পরে আইএসএল-এর তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, আপনি হাল ধরার আগে ইস্টবেঙ্গলের শূন্য পয়েন্ট। হাল ধরার পরে ইস্টবেঙ্গলের ঝুলিতে এখন ১০ পয়েন্ট। যথার্থ অর্থেই দুই যুগ যেন লাল-হলুদে। আপনি আসার আগে এবং পরে। 

সেই পোস্ট দেখার পরে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''এ তো সবে ওয়ার্ম আপ। সবে শুরু।'' 

অন্ধকারের মেঘ একটু একটু করে কাটছে। আলোর দেখা মিলছে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে। 

পুরাণে আছে,দেবতাদের কাছ থেকে আগুন এনে মানবজাতিকে উপহার দিয়েছিলেন প্রমিথিউস। তার মাশুল দিতে হয়েছিল তাঁকে।

অস্কার ব্রুজোঁ আপনাকে আজকের সেই প্রমিথিউস বললেও অত্যুক্তি করা হবে না। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া লাল-হলুদ সমর্থকদের আগুন উপহার দিলেন আপনি।

এই আগুন ভিতরের এবং বাইরের দুয়েরই। আপনি শিখিয়ে গেলেন, অন্তরের আগুন যেন কখনও নির্বাপিত না হয়। অদম্য ইচ্ছাশক্তিও যেন বিনষ্ট না হয় কোনওদিন। 

অক্ষয় হোক চোখে চোখ রাখার সাহস। এগিয়ে চলুক ইস্টবেঙ্গলের লড়াইয়ের ইতিহাস,পরম্পরা।

দিকে দিকে জ্বলে উঠুক মশাল। এই মশাল আবেগের, জেদের, আকাশছোঁয়ার। এই মশাল শুধুই ইস্টবেঙ্গলের।


সাপ লুডোর আইএসএলে আপনার দল এখনও এগারো নম্বরে। দিল্লি যে এখনও বহু দূর। অনেক ম্যাচ খেলা বাকি। অনেক জল গড়ানোর রয়েছে। অনেক লড়াই দেখার যে এখনও বাকি। আপনি যে লড়াইয়ের প্রতীক। সদর্পে বুক ঠুকে বলেন, ''আই অ্যাম আ ফাইটার।'' যে লড়াইয়ের বীজ একদিন আপনার বাবা আপনার হৃদয়ে বুনে দিয়েছিলেন। 

 

ইতি
আপনার এক অনুরাগী
কৃশানু মজুমদার


EastBengalOscarBruzonEastBengalCoach

নানান খবর

নানান খবর

নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

প্রবল বিদ্যুৎ বিভ্রাট স্পেনে, বার্সা-ইন্টার মিলান ম্যাচ হবে তো?

শাহরুখের বন্য উদযাপন দেখে সেদিন ভয় পেয়েছিলেন আক্রম, ১৩ বছর পরে শেয়ার করলেন আক্রম

পদ্ম সম্মান তুলে দেওয়া হল শ্রীজেশ-অশ্বিনদের হাতে, তারাদের মেলা রাষ্ট্রপতি ভবনে

'জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে', কোপা দেল রে ফাইনালে রেফারিকে আইসপ্যাক ছোড়ার জের

কারা যাবে প্লে অফে?‌ শতাংশের বিচারে কারা এগিয়ে জানুন

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া

সোশ্যাল মিডিয়া