
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়া মাত্রই অবসর ঘোষণা করলেন তারকা স্পিনার। কিছুক্ষণ আগেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ড্রেসিংরুমে বিরাট কোহলির পাশে বসে চোখের জল মুছছিলেন। অবশেষে সেটাই সত্যি হল। ব্রিসবেন টেস্ট শেষে রোহিত শর্মার পাশে বসে সাংবাদিক সম্মেলন করলেন অশ্বিন। অর্থাৎ, সিরিজের বাকি দুই টেস্টে তাঁকে পাওয়া যাবে না। এদিন পঞ্চম দিনের খেলা চলাকালীন বিরাট কোহলির পাশে বসে আবেগতাড়িত হয়ে পড়েন কিংবদন্তি স্পিনার। বেশ কিছুক্ষণ কথা বলেন দু'জন। তারপর আবেগে ভেসে যেতে দেখা যায় অশ্বিনকে। তাঁকে জড়িয়ে ধরে চোখের জল মোছালেন কোহলি। তারপর অশ্বিনের কাঁধে হাত রেখে বেশ কিছুক্ষণ বসে থাকেন। এরপর গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায় অশ্বিনকে। তখনও বোঝা গিয়েছিল, হয়তো অবসরের কথা ভাবছেন তারকা স্পিনার।
টেস্ট ড্র ঘোষণা হওয়ার পর সরাসরি রোহিতের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এলেন অশ্বিন। বলেন, 'আমার এখানে আসার কথা ছিল না। আমি সবাইকে একটা সিদ্ধান্ত জানাতে এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।' নিউজিল্যান্ড সিরিজ থেকেই ছন্দে ছিলেন না অশ্বিন। অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্ট ছাড়া বাকি দুই টেস্টে দলে জায়গা পাননি। দ্বিতীয় টেস্টে মাত্র এক উইকেট পান। তারওপর শোনা যাচ্ছিল, বর্ডার-গাভাসকর ট্রফির পর দলের চার সিনিয়ার ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবে নির্বাচকরা। এইসব ভেবেই এদিন সিরিজের মাঝেই অবসর ঘোষণা করলেন অনিল কম্বলের পর ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক। ক্রিকেটের সমস্ত ফরম্যাটে ভারতের অন্যতম সেরা স্পিনার অশ্বিন। দেশের হয়ে ১০৬টি টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন। ৩৭ বার এক ইনিংসে পাঁচ বা তারও বেশি উইকেট নেন। ৫৯ রানে ৭ উইকেট সেরা বোলিং। পাশাপাশি টেস্টে ব্যাট হাতে ৩৪৭৪ রানও করেন। ৬টি শতরান করেছেন। রয়েছে ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট শিকারি অশ্বিন। বিসিসিআই নিজেদের এক্স হ্যান্ডেলে অশ্বিনকে ধন্যবাদ জানায়। পাশাপাশি ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানায়।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?