
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মরিয়া লড়লেন লোকেশ রাহুল-রবীন্দ্র জাদেজা। বাকিটা করলেন বুমরা ও আকাশদীপ। তাঁদের লড়াইয়ে ফলো অন বাঁচাল ভারত। ব্রিসবেনে লজ্জা বাঁচাল ভারত। ফলো অন বাঁচানোর সঙ্গে সঙ্গে ড্রেসিং রুমের ছবিটা বলে দিচ্ছিল কতটা আনন্দিত রোহিত শর্মা-গৌতম গম্ভীররা।
দিনের শুরুতে লোকেশ রাহুল, পরে রবীন্দ্র জাদেজা। ভারতকে আশার আলো দেখিয়েছিলেন এই দুই তারকা। কিন্তু সমবেত ভাবে সবাই ব্যর্থ হলে, একা দু'জন আর কী করেন! তবুও টেল এন্ডারদের সৌজন্যে ভারত মান বাঁচাল।
লোকেশ রাহুল যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করেন রবীন্দ্র জাদেজা। তিনিই দেশের ক্রাইসিস ম্যান। যখনই বিপদে পড়িবে জাদেজাকে স্মরণ করিবে।
২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালই ধরুন। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সেই অবিস্মরণীয় পার্টনারশিপের কথা কে ভুলতে পারেন! আইপিএল ফাইনাল। শেষ দু' বলে ম্যাচের রং বদলে দিয়ে সিএসকে-কে চ্যাম্পিয়ন করা। রবীন্দ্র জাদেজার ঝুলিতে রয়েছে এমন অনেক রূপকথা।
ব্রিসবেনেও তিনি একাই রুখে দাঁড়িয়েছিলেন অজি বোলারদের বিরুদ্ধে। গোড়ার দিকে লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে ভারতকে টানছিলেন।
রাহুল ফেরার পরে কখনও নীতীশ রেড্ডি, কখনও সিরাজ, আবার কখনও বুমরাকে নিয়ে লড়ে গেলেন। জাদেজার নামের পাশে লেখা রইল ৭৭ রান। বাকি কাজটা সারলেন বঙ্গ পেসার আকাশদীপ ও বহু যুদ্ধের সৈনিক বুমরা।
বুমরা মাঝেমধ্যেই প্রত্যাঘাত করছিলেন। ছক্কা মেরেছেন। খুব অল্প সময়ের মধ্যে আকাশদীপ তাঁর ব্যাটিং দক্ষতা প্রদর্শন করতে পেরেছেন। ৩১ বলে দ্রুত ২৭ রান করেন আকাশ। ২টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন তিনি। বুমরা অপরাজিত থাকেন ১০ রানে। চতুর্থ দিনের খেলা শেষ হয়ে যাওয়ার সময়ে ভারতের রান ৯ উইকেটে ২৫২। এখনও ১৯৩ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। হাতে আর একদিন। ব্রিসবেন টেস্ট হয়তো ড্রয়ের কোলেই ঢলে পড়বে। আকাশদীপ ও বুমরাকে অভিনন্দন জানান মাঠে উপস্থিত দর্শকরা। সার্থক হল রাহুল ও জাদেজার লড়াই। ফলো অন বাঁচাল ভারত। সেই সঙ্গে হয়তো ম্যাচও বাঁচিয়ে দিল রোহিতের টিম ইন্ডিয়া।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের