বুধবার ৩০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | সংখ্যালঘু ও সংখ্যাগুরু প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য তাঁর নিজের, দলের নয়, জানাল তৃণমূল  

Riya Patra | ১৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১৭Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: 'বিতর্কিত  মন্তব্য'র জন্য দলে সমালোচনার মুখে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁর বক্তব্যের বিরোধিতা করে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় ফিরহাদের এই মন্তব্য সমর্থন করে না দল। দলীয় এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তৃণমূলের পক্ষ থেকে এবিষয়ে নিজেদের অবস্থান জানানো হয়েছে স্পষ্ট করে। 

উল্লেখ্য, গত শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরহাদ বলেন, সংখ্যালঘুরাই একদিন সংখ্যাগুরু হবে। যা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। বিরোধী দলগুলি ছাড়াও দলেই তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সমালোচনা করেন দুই তৃণমূল বিধায়ক। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর এবং পশ্চিম মেদিনীপুরের বিধায়ক প্রাক্তন পুলিশ আধিকারিক হুমায়ুন কবীর ফিরহাদের এই সংখ্যাগুরু ও সংখ্যালঘু তত্ত্বের বিরোধীতা করে মুখ খোলেন। যদিও রবিবার ফিরহাদ জানান, 'আমি একজন অসাম্প্রদায়িক মানুষ। মনেপ্রাণে ভারতীয় ও দেশপ্রেমিক। কেউ আমার ধর্মনিরপেক্ষতা এবং দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না।' 

কিন্তু জানা গিয়েছে, দলের শীর্ষ মহল ফিরহাদের এই সংখ্যালঘু ও সংখ্যাগুরু মন্তব্য মোটেই ভালো চোখে দেখেননি। এটা যে ফিরহাদের একান্তই নিজের বক্তব্য এবং দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই তা বোঝাতে সোমবার দলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেখানে পরিষ্কার করে তারা জানিয়ে দেয়, এই মন্তব্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। তারা এই বক্তব্যকে প্রবলভাবে নিন্দা করছে। সেইসঙ্গে তৃণমূল জানিয়েছে, তাদের আদর্শ হল শান্তি, একতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। যে কোনও বক্তব্য যা পশ্চিমবঙ্গের সামাজিক বাঁধনে আঘাত হানে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।


FirhadHakimTMCAITCTMCcriticise

নানান খবর

নানান খবর

ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের

কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক

রক্ত ও চামড়ার মাধ্যমে অ্যালার্জি পরীক্ষা, রাজ্যে প্রথম গবেষণামূলক পরীক্ষাকেন্দ্র চালু হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে

হ্যাকফেস্ট ২০২৫: টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনের এক মহোৎসব

ধাপায় আগুন, কালো ধোঁয়াতে ঢাকল গোটা এলাকা

এক মাস ধরে প্রতিদিন সাত ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল, কবে থেকে কোন বিকল্প পথে যান চলাচল?

দিঘাগামী পুণ্যার্থীদের জন্য সুখবর, কলকাতা থেকে চলবে একগুচ্ছ ট্রেন

শিশু থেকে কৈশোর 'রক্তাল্পতা' রোগে আক্রান্তের কারণ কি খাদ্যাভ্যাস, না কি এর নেপথ্যে বড় কোনও সমস্যা?

খাস কলকাতায় পাল্লা দিয়ে বেড়েছে বাইক চুরি, তদন্তে নেমেই চরম পদক্ষেপ গোয়েন্দা বিভাগের

বিবাহ বহির্ভূত প্রেম! সন্দেহের বশে স্ত্রীকে খুন করলেন স্বামী, খাস কলকাতায় ভয়াবহ ঘটনা

কলকাতার কম্যান্ড হাসপাতালে নার্সিং ক্যাডার নিযুক্তিকরণ অনুষ্ঠান

সপ্তাহান্তে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো, সোমবারেও বন্ধ পরিষেবা, কারণ কী?

যুবকের দেহ উদ্ধারে সাতসকালে চাঞ্চল্য ছড়াল কলকাতায়

সোশ্যাল মিডিয়া