
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের তাণ্ডব চালাল বুনো হাতির দল। হাতির আক্রমণে মৃত্যু হয়েছে তিন মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের মেন্দাবাড়ির জঙ্গল এলাকায়। জানা গিয়েছে, এলাকার কয়েকজন মহিলা কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দাবাড়ি এলাকার প্রায় ১০ জন মহিলা জঙ্গলে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পথে জঙ্গলের ভিতরে হাতির দল তাদের ওপর আক্রমণ চলায়। ঘটনায় তিনজন মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আরও এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন বনদপ্তরের কর্মী ও পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই, দু’জন মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজনের মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জলদাপাড়া বনবিভাগের সহকারী বন্যপ্রাণ সংরক্ষক নভজিৎ দে জানান, জঙ্গলের কোর এলাকার প্রায় এক কিলোমিটার ভেতরে ওই মহিলারা কাঠ সংগ্রহ করতে ঢুকেছিলেন। হাতির হামলায় তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বনদপ্তর ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, প্রায়শই এই ধরনের হাতির হামলার কথা শোনা যায় ডুর্য়াস সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায়। এক মাস আগে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর খেরকাটা গ্রামে হাতি তাড়াতে গিয়ে আহত হন তিন কৃষক। শুক্রবার ভোরে একটি বুনো হাতির দল এলাকায় ঢুকে পড়লে স্থানীয় কৃষকরা নিজেদের ধানের জমি রক্ষা করতে এগিয়ে আসেন। স্থানীয়রা হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হলেও, ফিরতি পথে একটি হাতি অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী