
সোমবার ০৫ মে ২০২৫
অতীশ সেন, ডুয়ার্স: হাতির ভয়ে বন্ধ রইল গরুমারার জঙ্গল সাফারি, টিকিট কেটে জিপসিতে চড়েও জঙ্গলে ঢুকতে পারলেন না একদল পর্যটক। ঘটনায় ক্ষুব্ধ পর্যটকদের সঙ্গে কথা বলতে ছুটে আসেন ডিএফও দ্বীজ্জপ্রতিম সেন। জঙ্গলে আক্রমনাত্মক মেজাজে ঘুরে বেড়ানো বুনো হাতির বিষয়টি তিনি পর্যটকদের জানানোর পর তাদের ক্ষোভ কিছুটা প্রশমিত হয়। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে গরুমারা জাতীয় উদ্যানের যাত্রাপ্রসাদ নজর মিনারে যাওয়ার চেক পোস্টে। তবে এই হাতিটিই কি মহাকাল ধামের কাছে যাত্রীবাহী বাসের দিকে তেড়ে যাওয়া হাতি, সে বিষয়ে সঠিক ভাবে জানা যায়নি।
টিকিট কেটে লাটাগুড়ি থেকে জিপসিতে চেপে জঙ্গলে ঢোকার নির্দিষ্ট সময়ে পর্যটকদের দল গাইডদের সঙ্গে জঙ্গল সাফারি ও বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রওনা দেয়। তাঁদের গন্তব্য চাপড়ামারি, চুকচুকি, মেদলা, রাইনো পয়েন্ট, যাত্রাপ্রসাদ নজরমিনার; এরই সঙ্গে জঙ্গলের পথে ঘুরে বেড়ানো, জঙ্গলের পরিবেশ উপভোগ এবং উপরি পাওনা হিসেবে বন্য জন্তুদের দর্শন। রবিবার ছুটির দিন হওয়ায় এদিন অন্যান্য দিনের চেয়ে পর্যটকদের ভিড় ছিল খানিকটা বেশি। তবে জঙ্গলে ঢুকতে বাধা পান তাঁরা। কেন জঙ্গলে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে প্রাথমিকভাবে বনকর্মীরা কোনও সদুত্তর না দেওয়ায় স্বভাবিক ভাবেই পর্যটকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বনকর্মীদের সঙ্গে তাদের এক প্রকার বচসাও শুরু হয়ে যায়। বনকর্মীরা প্রায় এক ঘন্টা পর পর্যটকদের যাত্রাপ্রসাদের বদলে চাপড়ামারির জঙ্গলে সাফারির প্রস্তাব দেন। কিন্তু ততক্ষনে সূর্য অস্তগামী হওয়ায়, আর সাফারিতে যেতে চাননি পর্যটকরা। বনকর্মীরা পর্যটকদের জানান, যাত্রাপ্রসাদ যাওয়ার পথে জঙ্গলের রাস্তায় একটি বুনো হাতি দৌরাত্ম্য চালাচ্ছে। এই হাতি পর্যটকদের গাড়িতে আক্রমণ করতে পারে, পর্যটকদের জঙ্গলে প্রবেশ বিপজ্জনক হতে পারে, সেই কারনেই তাদের জঙ্গলে ঢুকতে দেওয়া হয়নি। ঘটনাস্থলে আসেন গরুমারার ডিএফও দ্বীজ্জপ্রতিম সেন। তিনি জানান, পর্যটকদের সুরক্ষার কথা ভেবেই এই সময় কোনও ভাবেই যাত্রাপ্রাসাদের সাফারি চালু করা সম্ভব নয়। যে কোনও সময় বুনো হাতিটি আক্রমণ করতে পারে। তিনি জানান, পর্যটকরা চাইলে সাফারির টাকা ফেরত পেতে পারেন অথবা অন্যত্র অন্য সময় সাফারিতে তাদের যাওয়ার প্রস্তাবও তিনি দেন। তার এই প্রস্তাবের পরই পর্যটকদের ক্ষোভ কিছুটা ক্ষোভ প্রশমিত হয়।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী