
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এ যেন উলাট পুরাণ! যাঁদের দুই তিন তলা বাড়ি রয়েছ তাঁরা আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য আবেদন করেছেন। অন্য দিকে, মাটির ঘরে বসবাসকারী প্রধানের স্ত্রীর নামে আবাস তালিকায় থাকা ঘর ফিরিয়ে দেওয়ার আবেদন জানালেন খোদ প্রধান। এই ঘটনায় শোরগোল পড়েছে পূর্ব বর্ধমানের রায়ান-১ পঞ্চায়েতে।
পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ জানান, ২০১৮ সালে আবাসের সমীক্ষার সময় তাঁর স্ত্রী রীতা বাগের নাম তালিকার ওঠে। তখন তিনি ওই পঞ্চায়েতের সদস্য ছিলেন। তাঁরা এক কামরার মাটির ঘরে থাকেন। যদিও কার্তিকের দাবি, সেই সময়ও আবাসের বাড়ির জন্য তিনি আবেদন জানাননি। পঞ্চায়েত থেকে সমীক্ষা করার সময় তাঁর স্ত্রীর নাম তালিকাভুক্ত হয়। ২০২২ সালে তালিকায় রীতার নাম দেখে সেই সময় নাম বাতিলের জন্য আবেদন জানান তাঁরা। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে নাম বাদ যায়নি। এ বছর ফের আবাসের তালিকায় রীতার নাম আসায় সেই নাম বাতিলের জন্য আবার আবেদন করেছেন বলে জানিয়েছেন কার্তিক।
তাঁর বক্তব্য, 'আমি আবাসের বাড়ি পাওয়ার যোগ্য হলেও আমার এলাকার কোনও গরীব মানুষ এই বাড়ি পাক এটা আমি চাই। প্রধানের স্ত্রী বাড়ি পাচ্ছে অথচ একজন গরীব মানুষ বাড়ি পাবে না এটা একজন তৃণমূল কর্মী হয়ে আমি চাই না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে আমরা দল করি। তাই আমি এই আবাসের বাড়ি আমরা ফিরিয়ে দিতে চাই।'
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও