
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের নেশামুক্তি কেন্দ্রে মারধরের ঘটনা ঘটল বারুইপুরে। ১৪ বছরের একটি নাবালককে মারধর করার অভিযোগ উঠল নেশামুক্তি কেন্দ্রের মালিকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, যেই নেশামুক্তি কেন্দ্রে ঘটনাটি ঘটেছে সেটি বারুইপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত ব্যক্তির নাম পার্থ চক্রবর্তী। এলাকারই বাসিন্দা শিবপ্রসাদ সাহার বাড়িতে ভাড়ায় গত ১১ মাস ধরে কেন্দ্রটি চলছিল। মাসখানেক আগেই সেখানে ভর্তি করানো হয় নাবালকটিকে। এলাকাবাসীরা বুধবার সকালে দেখেন, পার্থ ওই নাবালককে নগ্ন করে গামছা দিয়ে জানালায় বেঁধে বেধড়ক মারধর করছেন। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই নাবালকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। গ্রেপ্তার করা হয় পার্থকে। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে। নেশামুক্তি কেন্দ্রটির অনুমোদন ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
বাড়িটির মালিক শিবপ্রসাদ বলেন, ''কী হয়েছে কিছুই জানতাম না। এগারো মাস আগে ভাড়া দিয়েছিলাম পার্থকে। সেখানে কী হত দেখতে যেতাম না। আজ পুলিশের কাছে জানতে পারি এক নাবালককে মারধর করা হয়েছে। পুলিশের নির্দেশে ওই কেন্দ্র বন্ধ করে দিয়েছি। ওই নেশামুক্তি কেন্দ্রে সব নথি পুলিশের কাছে জমা দিয়েছি।''
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটেছিল। উত্তেজিত জনতা ভাঙচুরও চালায় ওই কেন্দ্রে। এর কিছু দিনের মধ্যেই ফের নেশামুক্তি কেন্দ্রে বর্বরোচিত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১