
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শেষপর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করছেন আলু ব্যবসায়ীরা। জানিয়েছেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তাঁর দাবি, এই ধর্মঘট সব আলু ব্যবসায়ীদের স্বার্থে ডাকা হয়নি। গুটি কয়েক ব্যবসায়ীর স্বার্থে এই ধর্মঘট ডাকা হয়েছিল। মূলত যে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ আলু মজুত করে রেখেছে, তাদের স্বার্থসিদ্ধির জন্য এই ধর্মঘট ডাকা হয়েছিল। শুরু থেকেই সংগঠনের অন্যান্য সদস্যরা এই ধর্মঘটকে সমর্থন করেননি। একদিকে ধর্মঘট প্রত্যাহারের চাপ, অন্যদিকে অধিকাংশ সদস্যের ধর্মঘটে অনিহা। সবমিলিয়ে ধর্মঘটকে কেন্দ্র করে কার্যত ভাঙনের মুখে এসে দাঁড়ায় সংগঠন। তাই আপাতত সংগঠন টিকিয়ে রাখতে ধর্মঘট প্রত্যাহার ছাড়া আর কোনও রাস্তা ছিল না।
এই ধর্মঘট প্রত্যাহারের ফলে বুধবার থেকে ধীরে ধীরে বাজারে আলুর যোগান বাড়বে ও দামও কমবে বলে মনে করছেন মন্ত্রী বেচারাম মান্না।
আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করার পরই গত ২৩ নভেম্বর আলুর দামে রাশ টানতে উদ্যোগী হয় প্রশাসন। হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে ঠিক হয় ২৬ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা। অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও, ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে। অথচ কোনও নির্দেশিকা ছাড়াই। এর পরেই ধর্মঘট ডাকেন আলু ব্যবসায়ীরা।
সমস্যা মেটাতে সোমবার কৃষি বিপনণ মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠক করেন আলু ব্যবসায়ীরা। তবে তা ফলপ্রসূ হয়নি। ধর্মঘটে অনড় ছিলেন আলু ব্যবসায়ীরা। সোমবার কোনও হিমঘর থেকেই আলু বার হয়নি। এর ফলে মঙ্গলবার থেকেই খোলা বাজারে বাড়ল আলুর দাম। কোথাও দু'টাকা বা তিন টাকা। কোথাও বেড়েছে তারও বেশি। সমস্যায় পড়েন গ্রাহকরা। যা এবার মেটে কিনা সেদিকেই নজর।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও