
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে উপেক্ষিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে টি-২০ তে দ্বিতীয় দ্রুততম শতরানের রেকর্ড গড়েছিলেন। এক সপ্তাহের মাথায় আরও একটি নজির। ছ'দিনে জোড়া শতরান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এমিরেল্ড হাই স্কুল গ্রাউন্ডে উত্তরাখণ্ডের বিরুদ্ধে শতরান করেন উরভিল প্যাটেল। ৩৬ বলে একশোয় পৌঁছে যান গুজরাটের ওপেনার। আরও একটি রেকর্ড নিজের দখলে করে নেন। টি-২০ ক্রিকেটের ইতিহাসে ৪০ বলেরও কম খেলে জোড়া শতরানের নজির গড়েন গুজরাটের উইকেটকিপার ব্যাটার। গত সপ্তাহে একই মাঠে ত্রিপুরার বিরুদ্ধে মাত্র ২৮ রানে শতরান করেছিলেন। টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এদিন তাঁর দাপটে মাত্র ১৩.১ ওভারে ৮ উইকেটে জয় তুলে নেয় গুজরাট। ১৮৩ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন উরভিল। ৪১ বলে ১১৫ রান করেন। বিধ্বংসী ইনিংসে ছিল ১১টি ছয়, ৮টি চার। উরভিলের ব্যাটে ভর করে ৪১ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় গুজরাট।
ত্রিপুরার বিরুদ্ধে আগের ম্যাচে ৩৫ বলে ১১৩ রান করেন গুজরাটের ওপেনার। ১৫৬ রান তাড়া করতে নেমে মাত্র ১০.২ ওভারে জয়ে পৌঁছে যায় দল। ২৮ বলে একশো টি-২০ ক্রিকেটে এর আগে কোনও ভারতীয় করেনি। স্ট্রাইক রেট ছিল ৩২২.৮৬। এর আগে এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে শতরান করেন। যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। দ্রুত রান তোলা উরভিলের কাছে নতুন নয়। ২৮ বলে শতরানের রেকর্ডের প্রায় এক বছর আগে লিস্ট এতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৪১ বলে শতরান করেন। ২০২৩ সালে গুজরাট টাইটান্সে ছিলেন ২৬ বছরের ক্রিকেটার। ২০ লক্ষ দিয়ে তাঁকে কিনেছিল গুজরাট। কিন্তু এবারের মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আইপিএলের নিলামে উরভিলের বেশ প্রাইজ ছিল ৩০ লক্ষ্য। কিন্তু তরুণ বিধ্বংসী ব্যাটারকে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। অবিক্রিত থাকার পর জোড়া রেকর্ড। তাও মাত্র নিলামের এক সপ্তাহের মধ্যে। এবার হয়তো হাত কামড়াবে গুজরাট টাইটান্স।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?