
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তাল পদ্মাপার। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ফের অশান্ত বাংলাদেশ। ইসকনের সন্ন্যাসীর গ্রেপ্তারি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে যে ক্ষোভ এবং অশান্তির সূত্রপাত হয়েছে বাংলাদেশে, দিনে দিনে বেড়েছে তা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই জানিয়েছিলেন, এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে বার্তা দিতে বা সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। সোমবার ফের বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের কাছে আর্জি জানালেন মমতা। বললেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে রাষ্ট্রসংঘের কাছে কেন্দ্র আবেদন জানাক, সে দেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। বাংলার মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, আমরা শান্তি চাই। সোমবারের বক্তব্যের মধ্যে দিয়ে, বাংলাদেশের পরিস্থিতিতে এপার বাংলার সরকারের অবস্থান ফের স্পষ্ট করলেন মমতা।
সরকারের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি এদিন মমতা বলেন, বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী, তিনি না দিলেও যেন বিদেশমন্ত্রী বিবৃতি দেন, সেকথাও বলেন তিনি। মমতা এদিন ফের স্পষ্ট করেন, বাংলাদেশ নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের এক্তিয়ার নেই, কেন্দ্র সরকারের সিদ্ধান্ত, প্রামর্শ মেনে চলবেন বলেও জানান। যদিও তাঁর অভিযোগ, গত ১০ দিন ধরে বাংলাদেশে উদ্বেগজনক বহু ঘটনা ঘটলেও সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার নীরব।
এদিন বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। ভুল করে জলসীমা অতিক্রম করায় এ রাজ্যের ৬৯ জন মৎস্যজীবীকে বাংলাদেশের একটি থানায় আটক করে রাখা হয়েছে। রাজ্যের তরফ থেকে তাদের আইনজীবী দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকেও বিষয়টি জানানো হয়েছে। তা স্বত্বেও ওই মৎস্যজীবীরা মুক্তি পাননি। এ বিষয়েও এদিন মমতা বক্তব্য রাখেন, বলেন, আগে কখনও এরকম ঘটনা ঘটেনি। একই সঙ্গে তিনি মনে করান, বাংলাদেশী ট্রলার ডুবে যাওয়ার পরে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১