
শনিবার ০৩ মে ২০২৫
অতীশ সেন: বিন্নাগুড়িতে উলটপুরাণ! বাংলা আবাস যোজনায় ঘর বিতরণ নিয়ে বিজেপির তরফ থেকে স্বজনপোষণ-সহ তৃণমূলের বিরুদ্ধে হাজারো অভিযোগ তোলা হয়েছিল। এবার দেখা গেল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপি তথা বিরোধী দলনেত্রী সুভদ্রা লোহারের মৃত স্বামীর নাম রয়েছে আবাস যোজনা প্রাপকদের তালিকায়। এছাড়াও তারঁ দুই ছেলে, এক ভাই এবং দুই বৌদির নামও রয়েছে প্রাপকদের তালিকায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয় সূত্রে খবর, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেত্রী সুভদ্রার মৃত স্বামী ফেকু লোহারের নাম প্রাপকের তালিকায় রয়েছে। এর পাশাপাশি তাঁর দুই ছেলে রাজেশ লোহার ও রাজকুমার লোহার, সুভদ্রার ভাই হরিকুমার লোহার এবং তাঁর দুই ভাইয়ের স্ত্রী শিবানী লোহার ও খুশমি লোহারের নাম রয়েছে তালিকায়। এই ঘটনায় বিজেপিকে রাজনৈতিক ভাবে আক্রমণ করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না শাসকদল। তৃণমূলের বিন্নাগুড়ি অঞ্চল সভাপতি বিজয় প্রসাদ বলেন, "বাংলা আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকা প্রকাশ হওয়ার পরে বিষয়টি জানতে পারি। বিরোধী দলনেত্রীর মৃত স্বামীর নামও ঘর প্রাপকদের তালিকায় রয়েছে। এমনটা কখনওই হওয়া উচিৎ নয়।" তিনি আরও বলেন, "একই পরিবারের ছয় জন ব্যাক্তির নাম কী করে আবাস যোজনার তালিকায় আসতে পারে এই বিষয়টি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। প্রশাসনের নজরে আনব বিষয়টি।" বিজয় আরও জানান,ওই এলাকায় এমন অনেক লোক বসবাস করছেন যাদের ঘর পাওয়া একান্ত প্রয়োজন। তাঁদের বঞ্চনার বিষয়টিও তিনি তুলে ধরবেন।
এই বিষয়ে সুভদ্রা বলেন, "প্রাপকের তালিকায় মৃত স্বামীর নাম রয়েছে এটা সত্য। তবে যখন এই তালিকা তৈরির জন্য সমীক্ষা হয়েছিল তখন স্বামী জীবিত ছিলেন এবং তিনি পঞ্চায়েত সদস্যা ছিলেন না।" তিনি আরও বলেন, "যে সমস্ত আত্মীয়দের নাম তালিকায় রয়েছে তাঁরা এক বাড়িতে থাকেন না। আলাদা থাকেন। ওঁনারাও গরিব, ঘর পাওয়ার প্রয়োজন রয়েছে।" বিডিওর কাছে তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানাবেন বলে জানিয়েছেন ওই বিজেপি নেত্রী। তিনি জানান, তাঁর নিজের বাড়ির অবস্থাও ভালো না। বাড়ির চালের টিন ফুটো হয়ে জল পড়ে, কোনো রকম প্লাস্টিক টাঙিয়ে দিন চলছে। তা সত্বেও তার মৃত স্বামীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিডিওর কাছে লিখিত অবেদন জানাবেন। যারা পুনরায় সমীক্ষা করতে এসেছিল তাঁদেরও তিনি লিখিত জানিয়েছেন। সুভদ্রার বৌদি শিবানী বলেন, "কেবল মাত্র পার্ট মেম্বারের সাথে আত্মীয়তা রয়েছে বলে তাঁরা ঘর পাওয়ার যোগ্য নন, এমনটা সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।"
বানারহাট ব্লকের বিডিও নিরঞ্জন বর্মন বলেন, "আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকা আবারও যাচাই করা হচ্ছে। নিয়ম মেনে যাঁরা যোগ্য কেবলমাত্র তাঁরাই ঘর পাবেন।"
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী