
রবিবার ২৫ মে ২০২৫
সংবাদসংস্থা মুম্বই:
চলতি মাসেই বিয়ে করছেন কীর্থি সুরেশ
ফের খবরের শিরোনামে কীর্থি সুরেশ। সম্প্রতি, ব্যক্তিগত জীবনের বড় খবর সর্বসমক্ষে এনেছেন এই জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী। ঘোষণা করেছিলেন অ্যান্টনি থাটিলের সঙ্গে তাঁর সম্পর্ক। শুধু তাই নয়, আরও জানিয়েছেন অ্যান্টনির সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন গত ১৫ বছর ধরে! এবার জানা গেল তাঁদের বিয়ের খবর। চলতি বছরের ১২ তারিখ ছাদনাতলায় বসছেন এই দু'জন। গোয়ার সমুদ্রসৈকতে হবে কেন্দ্র বিয়ের অনুষ্ঠান। দুই রীতি মেনেবিয়ে হবে সকাল ও সন্ধ্যায়। ১০ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান। ১১ ডিসেম্বর হবে সঙ্গীত-অনুষ্ঠান।
আমিরি-হালচাল ফাঁস প্রাক্তনের
আমির খান একজন দুরন্ত অভিনেতা হওয়ার পাশাপাশি সুদক্ষ প্রযোজক ও পরিচালকও বটে। হাতে-কলমে এখনও পর্যন্ত মাত্র একটি ছবি পরিচালনা করেছেন তিনি। তবে সেই ছবি 'তারে জামিন পর' জায়গা করে নিয়েছে হিন্দি ছবির ইতিহাসে। কিন্তু আমির যেই ছবিতে অভিনয় করেন অথবা প্রযোজনা করেন, সেই প্রজেক্টে নাকি বড্ড নাক গলান! বিশেষত পরিচালকের কাজে, এমনটাই কান পাতলে শোনা যায় বলিপাড়ায়। আমিরের প্রযোজনায় 'লাপতা লেডিজ' এর প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। পরিচালনায় ছিলেন টিনার প্রাক্তন স্ত্রী কিরণ খের। সম্প্রতি, এক সাক্ষাৎকারে কিরণ জানিয়েছেন প্রযোজক হিসাবে নিজের দায়িত্ব খুব ভাল বোঝেন আমির। ছবির সম্পাদনায় ও কাস্টিংয়ে নিজের মতামত দিয়েছেন ঠিকই কিন্তু কখনওই পরিচালক হিসাবে তাঁর কাজে নাক গলাননি আমির। এমনকি, ছবির সেটেও আসতেন না আমির, দাবি কিরণের।
অনন্যাকে নিয়ে খোলামেলা চাঙ্কি
একসময় বলিপাড়ায় জাঁকিয়ে বসেছিলেন চাঙ্কি পাণ্ডে। অল্প সময়ের জন্য হলেও পরপর প্রচুর ছবি করেছিলেন একটানা তিনি। তবে তারপরেই আচমকা হিন্দি ছবির জগৎ থেকে আচমকা হারিয়ে গিয়েছিলেন তিনি। অন্যদিকে,নিজের মেয়ে তথা অভিনেত্রী অনন্য পাণ্ডেকেও কখনও নিজের ছবির শুটিংয়ে ডাকেননি তিনি। কেন? সম্প্রতি সেই 'কেন'র জবাব দিয়েছেন খোদ চাঙ্কি। বর্ষীয়ান অভিনেতা জানান,যে সময় তাঁর বিয়ে হয় তখন তাঁর কেরিয়ারে খুব কঠিন সময় চলছে। হাতে প্রায় কোনও কি=হিন্দি ছবির কাজ নেই। বাধ্য হয়েই বাংলাদেশের ছবিতে কাজ করা শুরু করেছিলেন তিনি। এরপর ফের বলিউডে কামব্যাক করেন তিনি। তবে সেভাবে কখনওই চাঙ্কির হাতভর্তি ছবির কাজ আসেনি যেখানে শুটিংয়ে মেয়ে ডাকতে পারেন তিনি। ছোটখাটো ছবিতে সামান্য খুচখাচ কাজ করে গিয়েছিলেন চাঙ্কি। তাই মেয়েকে সেসবের শুটিং দেখতে আর ডেকে পাঠাননি তিনি। আর এটাই তাঁর একপ্রকার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল।
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! অর্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!