রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | টাকা দিয়েও মেলেনি আবাস যোজনার ঘর, ফেরত চাইতে গিয়ে খুন হলেন প্রৌঢ়

Pallabi Ghosh | ০১ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: আবাস যোজনার ঘর পাওয়ার জন্য একটি বেসরকারি স্কুলের শিক্ষককে টাকা দেওয়ার পরও সেই তালিকাতে নাম না ওঠায় টাকা ফেরত চাইতে গিয়ে খুন হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম কালু শেখ (৫০)। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'ইতিমধ্যেই আমরা একটি খুনের মামলার রুজু করেছি। অভিযুক্ত আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে।' স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর কালু শেখ আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য কয়েক বছর আগে স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষক মিঠুন শেখকে ২০০০ টাকা দিয়েছিলেন। সম্প্রতি জেলা প্রশাসনের তরফ থেকে নতুন করে আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কালু শেখের নাম নেই। 

গত কয়েকদিন ধরে রঘুনাথগঞ্জ -২ ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কালু, মিঠুন শেখকে ঘর পাওয়ার জন্য যে টাকা দিয়েছিলেন তা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। অভিযোগ, বারবার বলা সত্বেও মিঠুন সেই টাকা ফেরত দেননি। মৃতের পরিবারের এক সদস্য মুজিবর রহমান বলেন, 'মিঠুন স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত রয়েছেন। যখন যে দল ক্ষমতায় থাকে মিঠুন সেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যান।' 
 
তিনি জানান, 'গ্রামের আরও অনেকের মতো কালুও আবাস যোজনায় ঘরের টাকা পাওয়ার জন্য মিঠুনকে  দু'হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন। কিন্তু নতুন তালিকায় নাম না ওঠায় কালু সেই টাকা মিঠুনের কাছ থেকে ফেরত চেয়েছিলেন।' মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই টাকা ফেরত দেওয়ার নাম করে কালুকে মুকুন্দপুর মোড়ের কাছে ডেকে নিয়ে যান মিঠুন। এরপর সেখানেই তাঁকে ব্যাপক মারধর করা হয় ।
 
মাথায় এবং নাকে গুরুতর চোট নিয়ে শনিবার রাতে কালুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।  সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গভীর রাতে কালুকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। রবিবার সকালে সেখানেই মৃত্যু হয় কালু শেখের। 

রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, 'প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার জন্য যখন ২০১৮ সালে সার্ভে হয় তখন কয়েকজন দালাল সেই তালিকায় নাম তুলে দেওয়ার জন্য কিছু লোকের কাছ থেকে টাকা তুলেছিলেন। কালুর কাছ থেকেও টাকা তোলা হয়েছিল বলে আমি জানতে পেরেছি। কিন্তু রাজ্য সরকার এখন স্বচ্ছ ভাবে সার্ভে করার পর যে তালিকা প্রকাশ করেছে তাতে কালুর নাম নেই। সেই কারণেই কালু ওই ব্যক্তির কাছ থেকে টাকা ফেরত চেয়েছিলেন।' 

তিনি বলেন, 'অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের সঙ্গে যুক্ত নন। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যারা এই তোলাবাজি এবং ঘর দেওয়ার নাম করে টাকা তোলার কাজে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।'


murshidabadcrimenews

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া