
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এএফসির ছন্দ আইএসএলেও ধরে রাখলেন দিমিত্রিয়স ডিয়ামানটাকোস। শুক্রবার তাঁর গোলে প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল। নর্থ ইস্টের বিরুদ্ধে এক ভিন্ন লাল হলুদকে পাওয়া গিয়েছে। এই লড়াকু মনোভাবের বীজ বপন হয় এএফসি চ্যালেঞ্জ লিগে। যার প্রতিফলন ঘটল আইএসএলে। লাল হলুদ জার্সিতে নিয়মিত গোলের মধ্যে রয়েছেন ডিয়ামানটাকোস। গ্রিক স্ট্রাইকার মনে করছেন, মাঝে প্রস্তুতির সময় পেয়ে যাওয়াই ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর অন্যতম কারণ। ডিয়ামানটাকোস বলেন, 'নতুন কোচ আসার পর কিছুটা সময় দরকার ছিল। প্রথম কয়েকটা ম্যাচে সেটা পাওয়া যায়নি। পরপর ম্যাচ ছিল। এবার সেই সময়টা পাওয়া গিয়েছে। দলের ভুলভ্রান্তি মেরামত করায় সুযোগ হয়েছে। খেলায় গতি ফিরিয়েছে কোচ।'
আইএসএলের শেষ দুই ম্যাচে গোল হজম করেনি ইস্টবেঙ্গল। গ্রিক স্ট্রাইকার জানালেন, জয়ের পাশাপাশি ক্লিনশিট রাখাও তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে। ডিয়ামানটাকোস বলেন, 'এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। গোল না খাওয়া খুব জরুরি। এটা এক পয়েন্ট নিশ্চিত করে। এরপর আমরা গোল করতে পারলে তিন পয়েন্ট। আমরা গত দুই ম্যাচে যেভাবে একসঙ্গে ডিফেন্ড করেছি, সেটাই চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে বাকিদের গোল করতে সমস্যা হয়। এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে।'
ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর শুরুতে চোট ছিল। তাই সেরাটা দিতে পারেননি। কিন্তু ধীরে ধীরে ছন্দে ফেরেন। এএফসিতে প্রত্যেক ম্যাচে গোল পান। সেই ধারাবাহিকতা অব্যাহত আইএসএলেও। তবে নিজের গোল নয়, জয়কেই প্রাধান্য দিচ্ছেন লাল হলুদের ভরসা। ডিয়ামানটাকোস বলেন, 'আমি সবসময় ছন্দে ছিলাম। এএফসিতে নিয়মিত গোল করেছি। তবে আমার গোল করা গুরুত্বপূর্ণ নয়। আসল দলের জয়।' মাদি তালালের সঙ্গে তাঁর জুটি জমে উঠেছে। মাঠের বাইরের বন্ধুত্বের প্রতিফলন ঘটছে খেলায়। দিমি জানালেন, তালাল গ্রিক ভাষা বলতে পারায় কথা বলতে সুবিধা হয় তাঁর। সেই কারণেই বন্ধুত্ব ক্রমশ গাঢ় হচ্ছে লাল হলুদের দুই তারকার। যার প্রতিফলন ঘটল মাঠে।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?