
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অশান্ত বাংলাদেশ। ওপার বাংলায় অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে কলকাতাতেও। সেই পরিস্থিতির মধ্যেই কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চল থেকে গ্রেপ্তার বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির এক নেতা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করে তাঁকে। ধৃতের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি পাসপোর্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পাসপোর্টে লেখা রয়েছে, ধৃত ব্যক্তি রাজস্থানের বাসিন্দা এবং কর্মসূত্রে দিল্লিতে থাকেন তিনি।
জানা গিয়েছে, দু’বছর আগে নাম পরিবর্তন করে বাংলাদেশ থেকে পালিয়ে আসেন তিনি। তারপর থেকে রয়েছেন কলকাতাতেই। স্থানীয় বাসিন্দারা তাঁকে চিনত রবি শর্মা নামে। জাল পাসপোর্টেও লেখা রয়েছে ওই একই নাম। পুলিশ সূত্রে খবর, ধৃতের আসল নাম সেলিম মাতব্বর। পার্ক স্ট্রিট সংলগ্ন মার্কুইস স্ট্রিটের একটি হোটেলে কর্মরত ছিলেন ওই ব্যক্তি। তাঁকে জেরা করে আর কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, বাংলাদেশের ঘটনায় রীতিমত উদ্বিগ্ন ভারত সরকারও। ইতিমধ্যেই এই ঘটনায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। জানিয়েছেন, 'বাংলাদেশের ঘটনায় আমরা দুঃখিত, মর্মাহত। অনেক মানুষ আগেও মারা গেছেন। এখনও অত্যাচারিত হচ্ছেন। আগেও অনেক ছাত্র-ছাত্রী মারা গেছেন। কোনও ধর্মের মানুষের উপর অত্যাচারই আমরা সমর্থন করি না। আমাদের অবস্থান হল কেন্দ্রে যেই সরকারই থাকুক না কেন বিদেশনীতির ক্ষেত্রে তারা যে পদক্ষেপ নেবে আমরা সেটা সমর্থন করব'।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১