সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | শোকজের পর আরও কড়া সিদ্ধান্ত! হুমায়ুন কবিরের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য

Riya Patra | ২৮ নভেম্বর ২০২৪ ১৯ : ২৭Riya Patra


আজকাল ওয়েবডেস্ক:  এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক  হুমায়ুন কবিরের অতিরিক্ত নিরাপত্তাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হল। তাঁর একের পর এক বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে আসার পর বুধবার যেমন তাকে দলের তরফ থেকে 'শোকজ' করা হয়েছে, তেমনই জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফে দেওয়া হুমায়ুনের 'অতিরিক্ত' নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যদিও নিরাপত্তা প্রত্যাহার নিয়ে হুমায়ুন কবির কাউকে দায়ী করে কোনও মন্তব্য করতে রাজি হননি। 

প্রসঙ্গত, চলতি বছরের ১৯  মার্চ কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির সঙ্গে একটি  রুদ্ধদ্বার বৈঠক করেন হুমায়ুন কবির। সেই বৈঠকের পরই হুমায়ুনের জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তা বরাদ্দ করা হয়েছিল। 

সূত্রের খবর, হুমায়ুনের সঙ্গে অভিষেকের বৈঠকের সময় মুর্শিদাবাদ জেলার কয়েকজন জনপ্রতিনিধির 'অতিরিক্ত' নিরাপত্তা পাওয়ার প্রসঙ্গটি উঠেছিল। এরপরই প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে পদক্ষেপ করা হয় হুমায়ুন কবিরের জন্য। বরাদ্দ হয় একজন এএসআই সহ মোট পাঁচজন সশস্ত্র নিরাপত্তারক্ষী।  এর পাশাপাশি একটি এসকর্ট গাড়িও তাঁর জন্য বরাদ্দ হয়েছিল। 

গত ১৬ নভেম্বর প্রকাশ্যে পুলিশ প্রশাসনের কিছু কাজ নিয়ে সমালোচনা করেন হুমায়ুন। এরপর ওইদিন থেকেই তাঁর নিরাপত্তা বাহিনী থেকে একজন এএসআই এবং দু' জন কনস্টেবলকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তুলে নেওয়া হয়েছে তাঁর এসকর্ট গাড়িও। 

অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি এই বিষয়ে  কোনও মন্তব্য করব না।  বর্তমানে আমার সঙ্গে দু'জন নিরাপত্তারক্ষী রয়েছেন। প্রশাসনের কর্তারা কেন অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছেন তার জবাব তাঁরাই দিতে পারবেন।' পুলিশের এক আধিকারিক যদিও জানিয়েছেন, 'জেলাতে যে সমস্ত ব্যক্তি পুলিশের নিরাপত্তা পান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঝেমধ্যেই তাদের নিরাপত্তা বাহিনী পাওয়ার বিষয়টি 'রিভিউ' করা হয়। পরবর্তী সিদ্ধান্ত সেই তথ্যের ভিত্তিতে নেওয়া হয়।'
 
অন্যদিকে দলের 'শোকজ'  চিঠি পাওয়া প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, 'সংবাদ মাধ্যমের কাছ থেকেই আমি কেবল জানতে পারছি যে আমাকে দলের তরফ থেকে 'শোকজ' করা হয়েছে। তবে এই খবরটি সত্যি কি না আমার জানা নেই। বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত আমার কাছে এই মর্মে দলের কোনও চিঠি হাতে এসে পৌঁছয়নি।  যদি আমি চিঠি পাই তাহলে দলকে তার জবাব দেব।'


Humayun KabirTMC MLAMLAExtra security for TMC MLA

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া