
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রুশ শিল্পী এবং দার্শনিক নিকোলাস কে.রোরিচের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন হয়ে গেল কলকাতায়। জন্মদিন উপলক্ষ্যে কলকাতার রাশিয়ান হাউস এবং রাশিয়ান ফেডারেশনের কনস্যুলেট জেনারেল এবং অম্বুজা নেওটিয়া গ্রুপ একইসঙ্গে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল গত ২৫ নভেম্বর।
গোর্কি সদনের ঐদিনের অনুষ্ঠানে নিকোলাসের ওপর বই প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন নয়াদিল্লির রাশিয়ান স্টাডিজ সেন্টারের ভাষাবিদ অধ্যাপক মিতা নারায়ণ। এছাড়াও ছিলেন রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল মিঃ ম্যাক্সিম কোজিভ-সহ অন্যান্যরা। বইটি নিকোলাসের জীবনের শৈল্পিক এবং সাংস্কৃতিক দিকটি তুলে ধরেছে। মূলত বইটি প্রকাশিত হয়েছে তিনটি ভাষায়, রাশিয়ান, ইংরেজি এবং হিন্দি। বইটিতে উল্লেখ রয়েছে ভারতের সঙ্গে তাঁর আধ্যাত্মিক এবং দার্শনিক সংযোগের কথাও। রবীন্দ্রনাথের সঙ্গে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল নিকোলাসের। ১৯১৯ সালে কবিগুরুর সঙ্গে দেখা হয় তাঁর। তাঁদের দু'জনের মধ্যে বন্ধুত্বের কারণেই ১৯২৩ সালে নিকোলাস ভারতে আসেন। ভারত যাত্রা নিয়ে তিনি লিখেছেন তাঁর বইতেও। এই বইয়ের মুখবন্ধ লিখেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাতে লেখা, আপনার ছবিগুলি স্বতন্ত্র এগুলো আমাকে ভাবায়।
অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া এই অনুষ্ঠান শেষে জানিয়েছেন, তিনি এই অনুষ্ঠানের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছেন। এই ধরনের অনুষ্ঠান নিকোলাসের জীবন এবং শিল্প, দর্শনে তাঁর অবদানকে আরও একবার স্মরণ করায়৷ এই বইটির উন্মোচন শুধুমাত্র শ্রদ্ধাজ্ঞাপন নয়৷ নিকোলাসের প্রতিভার সঙ্গে ভারতের যে সংযোগ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্পর্ককে তুলে ধরে। এই বইটি পাঠকদের নিকোলাসকে চিনতে, জানতে সাহায্য করবে। উপস্থিত ছিলেন প্রচুর বইপ্রেমী মানুষ। অনুষ্ঠান শেষে চা চক্রের আয়োজন করা হয়েছিল। এদিনের এই অনুষ্ঠান দুই ভিন্ন জাতির মধ্যে সেতুবন্ধনের কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে এটাই আশা রাখছেন সকলে।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১