
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: এক মাসের মধ্যে দু-দুবার খসে পড়ল ফ্রেঞ্চ মিউজিয়ামের ছাদের চাঙড়। তেমন কোনও ক্ষয়ক্ষতি না হলেও প্রশ্ন উঠেছে প্রাচীন ফরাসি এই সৌধের ভবিষ্যৎ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজকর্ম নিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় হটাৎই চন্দননগরের বহু প্রাচীন ফ্রেঞ্চ মিউজিয়ামের ছাদের একটা অংশের চাঙড় ভেঙে পড়ে।
মিউজিয়াম তখন খোলা ছিল। চাঙড়টি পড়ে মিউজিয়ামের ভেতরে থাকা প্রাচীন আসবাবের উপর। ঘটনা যখন ঘটছে তখন মিউজিয়াম ঘুরে দেখছিলেন বিদেশি পর্যটকদের একটি দল। আরও কিছু বিদেশি পর্যটক বাইরে অপেক্ষারত ছিলেন। হটাৎ এই ঘটনা ঘটায় স্বাভাবিক কারণেই পর্যটকরাও আতঙ্কিত হয়ে পড়েন। যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এই প্রসঙ্গে চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়ামের ডিরেক্টর বাসবি পাল জানিয়েছেন, বর্তমানে এটা তাঁর কাছে খুবই দুশ্চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে। কারণ, মাসখানেক আগেও এমন ঘটনা ঘটেছে। সিলিং খসে পড়েছিল। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল সেই সময় মিউজিয়ামের ভেতরে কর্মরত কর্মীরা। তখন বেশ কিছুদিন সাধারণের জন্য মিউজিয়াম বন্ধ রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, মিউজিয়ামের দেওয়াল এবং ছাদ খুবই খারাপ অবস্থায় রয়েছে। এটা বেশ কিছুদিন ধরেই খারাপ। যত দিন যাচ্ছে অবস্থা আরও খারাপ হচ্ছে। ফলে দুশ্চিন্তা বাড়ছে। মিউজিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বাসবী দেবী মনে করেন অবিলম্বে দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনা হতে পারে। কারণ, মিউজিয়ামে মানুষের আনাগোনা লেগেই থাকে।
অনেকেই চন্দননগরের প্রাচীন এই উপনিবেশ নিয়ে গবেষণা করেন। কেউ আবার পুরনো বিষয় নিয়ে পড়াশোনা করেন। অনেকেই চন্দননগরের প্রাচীন ফরাসি উপনিবেশ সংক্রান্ত বিষয়ে জানতে মিউজিয়াম আসেন। ফলে, তাঁদের সকলের কাছেই খুব আগ্রহের এই মিউজিয়াম। অবিলম্বে রক্ষণাবেক্ষণের দিকে নজর না দিলে যে কোনও দিন বড় বিপদ ঘটতে পারে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও