
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন। সোমবার তাঁকে কেনেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। তার ৪৮ ঘন্টা কাটার আগেই উলট-পুরাণ। ব্যাট হাতে বাইশ গজে সেই জ্বালা-যন্ত্রণার জবাব দিলেন। বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ২৮ বলে শতরান করলেন গুজরাটের উইকেটকিপার ব্যাটার উরভিল প্যাটেল। টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দ্রুততম শতরানের রেকর্ড এস্তোনিয়ার সাহিল চৌহানের। চলতি বছরের শুরুতে সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে একশো করেন। মাত্র এক বলের জন্য তাঁকে ছোঁয়া হল না গুজরাটের তরুণ ক্রিকেটারের।
বুধবার প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন আইপিএলের নিলামে দল না পাওয়া ক্রিকেটার। যেন জবাব দেওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছিলেন। বিপক্ষের কোনও বোলারকে রেয়াত করেননি। এক ডজন ছক্কা হাঁকান। মারেন সাতটি চার। ২০ ওভারের শেষে ৩৫ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন প্যাটেল। তাঁর ব্যাটে ভর করে নির্ধারিত ওভারের শেষে ১৫৬ রান তোলে গুজরাট। আর্য দেশাইয়ের সঙ্গে ওপেন করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন ২৬ বছরের উরভিল। শতরানের পথে একটিও সিঙ্গল বা ডাবল রান নেই। পুরো রান তোলেন বাউন্ডারি এবং ওভার বাউন্ডারী থেকে। ২৮ রান আসে চার থেকে। ৭২ রান তোলেন ছয় মেরে। সেঞ্চুরি করার পর প্রথম সিঙ্গল রান নেন। তাঁর ১১৩ রানের মধ্যে রয়েছে ১১টি সিঙ্গল এবং একটি ডাবল রান। বাকি সব চার, ছয় থেকে। এই ইনিংস দেখে হয়তো হাত কামড়াবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রথম শ্রেণীর ক্রিকেটে ছ'টি ম্যাচ খেলেছেন প্যাটেল। ১৫৮ রান করেন। সর্বোচ্চ ৬০ রান। রয়েছে একটি অর্ধশতরান। টি-২০ ক্রিকেটে ৪৩টি ম্যাচ খেলেছেন। করেছেন ৮৭৫ রান। সর্বোচ্চ ৯৬ রান। গড় ২০.৮৩। স্ট্রাইক রেট ১৫৪.৩২। রয়েছে চারটি অর্ধশতরান। এদিনের রেকর্ড হয়তো তরুণ ক্রিকেটারের আইপিএলের নিলামে দল না পাওয়ার যন্ত্রণায় কিছুটা প্রলেপ দেবে।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?