মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | চাবি রইল ব্যাঙ্ক কর্মীদের কাছে, অথচ খুলে গেল ভল্ট, মহেশতলার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অদ্ভুত চুরি

Kaushik Roy | ২৫ নভেম্বর ২০২৪ ০১ : ৩৩Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: মহেশতলায় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে দুঃসাহসিক চুরি। রীতিমতো চাবি দিয়ে খুলে লকার থেকে লুঠ হয় টাকা। খবর পেয়েই ঘটনাস্থলে যান ডিআইজি প্রেসিডেন্সি রেজ আকাশ মাগারিয়া, ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার রাহুল গোস্বামী-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। তদন্তের জন্য এদিন ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ রাখা হয়। গ্রাহকরা ভিড় করেন ব্যাঙ্কের সামনে।  জেলা পুলিশের একটি সূত্র জানায়, ঘটনার পর ব্যাঙ্কের ভল্ট ভেঙে লুঠ হয়েছে বলে যে খবর ছড়িয়েছিল তা সঠিক নয়। কোনও কিছুই ভাঙা হয়নি। সবকিছুই চাবি দিয়ে খোলা হয়েছে।

 

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, দুষ্কৃতীরা চাবি পেল কোথা থেকে? ওই সূত্রটি জানায়, বিষয়টি নিয়ে যখন পুলিশের তরফে জানতে চাওয়া হয় তখন ব্যাঙ্ক কর্মীরা জানান, চাবি তাঁদের কাছেই ছিল। ফলে অপরাধীরা কীভাবে চাবি পেল সেটা নিয়ে তাঁরাও অবাক। যদিও সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের ওই সূত্রটি জানিয়েছে। যেখানে এই চুরির ঘটনা ঘটেছে সেই জায়গা একেবারেই ঘিঞ্জি এলাকায়।

 

 

শুক্রবার ব্যাঙ্কের কাজ শেষ হওয়ার পর ব্যাঙ্ক বন্ধ করে নিরাপত্তারক্ষী চলে যান। সোমবার সকালে এসে ব্যাঙ্ক খোলার পর তিনি বিষয়টি লক্ষ্য করেন। ফোন করে ব্যাঙ্ক ম্যানেজারকে জানান। আসেন ম্যানেজার ও অন্যান্য কর্মীরা। খবর দেওয়া হয় স্থানীয় মহেশতলা থানায়। আসেন পুলিশের পদস্থ কর্তারা। পুলিশের অনুমান, শুক্রবার রাত থেকে রবিবার রাত, ঘটনা ঘটেছে এই সময়ের মধ্যেই। ব্যাঙ্ক কর্মীদের জিজ্ঞাসাবাদ করা ছাড়াও আশেপাশে খোঁজ নিচ্ছে পুলিশ।


Local NewsKolkata NewsMaheshtala SBI

নানান খবর

নানান খবর

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?‌ 

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার 

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪

সোশ্যাল মিডিয়া