সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | পর্যটকদের জন্য সুখবর, দিঘায় হোটেলে গুণতে হবে না বাড়তি কড়ি, বড়দিনের আগেই পদক্ষেপ প্রশাসনের

Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ২৩ নভেম্বর ২০২৪ ২০ : ০৮Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: সামনেই বড়দিনের ছুটি। মন্দারমনির হোটেলগুলি নিয়ে টানাপড়েনের ফলে ডিসেম্বরের ছুটিগুলোতে পর্যটকদের ভিড় দিঘায় আছড়ে পড়তে পারে বলে মনে করছে জেলা প্রশাসন। দিঘায় ঘুরতে এসে হোটেল ভাড়ায় নিতে গিয়ে পর্যটকদের যাতে বাড়তি টাকা গুণতে না হয় সে জন্য ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এর পাশাপাশি পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হচ্ছে। 

সামনে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি থেকে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি পর্যন্ত দিঘাতে পর্যটকদের সমাগমের কথা মাথায় রেখে দিঘা জুড়ে বাড়তি নজরদারির জন্য প্রায় ৩৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। সমুদ্রস্নানে থাকা পর্যটকেরা যাতে কোনও সমস্যায় না পড়েন তার জন্য নামানো হচ্ছে সাতটি স্পিডবোট। সারাক্ষণ নজরদারি চালানো হবে। ফি-বছর ভিড়ের চাপে অনেকবার দুর্ঘটনার কবলে পড়েছেন পর্যটকেরা। সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে অনেক পর্যটকের। তা এড়াতেই এ বার বোটে নজরদারি। এই সময় বেশ কিছু হোটেল কর্তৃপক্ষ রুমের ভাড়া খেয়ালখুশি মতো বাড়িয়ে দেন। সে কথা মাথায় রেখে প্রশাসন কড়া ব্যবস্থা নিতে চলেছে। হোটেলগুলিকে ঘরের ভাড়ার তালিকা রিসেপশনে পর্যটকদের জ্ঞাতার্থে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাখতে হবে কমপ্লেন বক্স। পাশাপাশি পুলিশ প্রশাসনের হেল্পলাইনেও অভিযোগ জানাতে পারবেন পর্যটকেরা। এর পরেও কেউ বাড়তি ভাড়া চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। গোটা ব্যবস্থার তত্ত্বাবধানের জন্য একটি এজেন্সিকেও দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সিসিটিভির ফুটেজে দিঘা থানা ও দিঘা কোস্টাল থানা সারাক্ষণ নজরদারি চালাবে। দিঘায় বেড়াতে এসে পর্যটকেরা সর্বস্বান্ত হওয়ার খবর অনেকবারই পাওয়া গেছে। বেড়াতে এসে যাতে কোনভাবে সমস্যা তৈরি না হয় এই ব্যবস্থা বলে জানা গেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

দীঘা হোটেলিয়ারর্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বিপ্রদাস চক্রবর্তী বলেন, "প্রশাসনের এমন উদ্যোগ ভাল। তবে, দিঘা জুড়ে এখন আর কেউই তেমন বাড়তি ভাড়া নেয় না। ভিড়ের সময় কেউ বাড়তি ভাড়া নিয়ে থাকলে অভিযোগ পেলেই অ্যাসোসিয়েশনও ব্যবস্থা নেবে। এ বার মন্দারমনির অধিকাংশ হোটেলগুলি নিয়ে আইনি জটিলতার কারণে দিঘায় ব্যাপক বুকিং হচ্ছে। এ বার নজরকারা ভিড় হতে পারে দিঘাতে।"

পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, "ভিড়ের মধ্যে পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। ২৫ ডিসেম্বর থেকে চালু করা হবে ব্যবস্থা।"


নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া