
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বিভিন্ন বাজারে অভিযানে নামলেন টাস্কফোর্স এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। শনিবার সকাল থেকে বহরমপুরের স্বর্ণময়ী বাজার এবং গোরাবাজারে সদর মহকুমা শাসক (বহরমপুর) শুভঙ্কর রায়ের নেতৃত্বে হানা দেয় টাস্কফোর্সের সদস্যরা।
শনিবার সকালে তারা বাজারে গিয়ে বিভিন্ন শাক সবজি থেকে শুরু করে আলু, পেঁয়াজের দাম ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে জানতে চান। দাম নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনের আধিকারিকরা খুচরো এবং পাইকারি বিক্রেতাদের একাধিক নির্দেশ দিয়েছেন। আলু, পেঁয়াজের এবং অন্যান্য শাক সবজির দাম কৃত্রিমভাবে বাড়ানোর চেষ্টা করা হলে প্রশাসনের তরফ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মহাকুমা শাসক।
সদর মহকুমা শাসক বলেন, ‘বহরমপুরের স্বর্ণময়ী বাজারে শনিবার আলু ৩৩–৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম কয়েকটি জায়গায় কিছু বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন বিক্রেতাকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে।’
তিনি বলেন, ‘বাজারে আলু, পেঁয়াজ এবং অন্যান্য সবজির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য টাস্কফোর্সের সদস্যরা নিয়মিত পরিদর্শন করছেন। কৃত্রিমভাবে যারা দাম বাড়ানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। দাম নিয়ন্ত্রণে আনার জন্য পাইকারি বাজারের ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করব।’
দীনেশ মণ্ডল নামে স্বর্ণময়ী বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘শনিবার বাজারে ৫০–৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হলেও আলুর দাম কেন কমছে না জানি না। পাইকারি বাজারে যেখান থেকে আলু কিনে আনছি সেখানেই দাম বেশি রয়েছে। আলু বিক্রি করে বিক্রেতাদের কোনও লাভই হচ্ছে না।’ সুজয় কুমার বর্মণ নামে এক ক্রেতা বলেন, ‘টাস্কফোর্সের সদস্যরা মাঝে মধ্যেই বাজারে হানা দিচ্ছেন। তা সত্ত্বেও বাজারের বিভিন্ন দোকানে একই জিনিস আলাদা আলাদা দামে বিক্রি হচ্ছে।’
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও