মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, দুর্গাপুরে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা

Kaushik Roy | ২২ নভেম্বর ২০২৪ ২৩ : ২১Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হুঁশিয়ারি। ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। দুর্গাপুরে গ্রেপ্তার হওয়া এই দুই নেতা রিন্টু পাঁজা ও অরবিন্দ নন্দী বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে রিন্টু দুর্গাপুর কোকওভেন থানার ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামী ও তৃণমূলের ৩ নম্বর ব্লকের সহসভাপতি। অন্যদিকে অরবিন্দ ওই ব্লকেরই প্রাক্তন সাধারণ সম্পাদক। দুজনের বিরুদ্ধেই লোহা পাচারের অভিযোগ আছে। এবিষয়ে ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারও করা হয়েছে।

 

 

পুলিশ তদন্ত করে দেখছে। শুক্রবার দুজনকে গ্রেপ্তারের পর তাদের দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, দুর্নীতি করলে কাউকেই রেয়াত করা হবে না। তা সে দলেরই হোক বা যেই হোক না কেন। এমনকী নিচু তলার পুলিশকেও সতর্ক করেন তিনি। জানান, কিছু পুলিশ বিভিন্নরকম দুর্নীতির মধ্যে যুক্ত আছে। যা দেখতে তিনি উপস্থিত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দেন।

 

 

মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের পরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সাব-ইনস্পেক্টর মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়। এদিন দলের দুই নেতার গ্রেপ্তারির পর দুর্গাপুর এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা ভি শিবদাসন দাশু বলেন,  তৃণমূল কংগ্রেসের কোনও নেতা বা তাঁর ঘনিষ্ঠ কেউ যদি কয়লা, বালি, লোহা পাচার বা অন্যান্য কোনও অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার পাশে কোন নেতা দাঁড়াবেন না। পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তার কারন পুলিশ বলতে পারবে। এর মধ্যে দল কোনও ভাবেই যুক্ত হবে না। পুলিশ তার নিজের কাজ করেছে। পুলিশের কাজে দল হস্তক্ষেপ করবে না।


WB NewsLocal NewsMamata Banerjee

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া