
সোমবার ০৫ মে ২০২৫
সংবাদসংস্থা মুম্বই: ‘রকস্টার’, ‘লভ আজ কাল’, ‘তামাশা’, ‘হাইওয়ে’-ইমতিয়াজ আলির পরিচালিত ছবির ধরন এবং বক্স অফিস সাফল্য বহু পরিচালকের কাছেই ঈর্ষণীয়। সম্প্রতি, গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) এ অভিনেতা ভূমি পেডনেকার এবং বাণী ত্রিপাঠির সাথে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন তিনি। সভা চলাকালীন, শুটিং সেটে অভিনেত্রীদের জন্য সম্মানজনক পরিবেশ তৈরির গুরুত্ব সম্পর্কে কথা বললেন ইমতিয়াজ।
ইমতিয়াজ জানান, তিনি প্রায় দু'দশকের উপর বলিউডে কাজ করছেন এবং সেই অভিজ্ঞতার দরুণ তাঁর বক্তব্য, ইন্ডাস্ট্রি মহিলা শিল্পীদের অত্যন্ত সম্মান করে। এরপরেই তিনি জোর গলায় আরও জানান, তাঁর সেটে মহিলাদের সঙ্গে ভদ্র ব্যবহার না করার দরুণ তিন-তিনবার তিনি তাঁর একাধিক ক্রু-সদস্যদের সেট থেকে বের করে দিয়েছিলেন! এই কথার প্রসঙ্গ টেনে তিনি উদাহরণ দেন 'হাইওয়ে' ছবির শুটিং চলাকালীন একটি ঘটনার।
ইমতিয়াজ জানান, ওই ছবির শুটিংয়ের সময় তাদের ইউনিটে সেরকম উন্নতমানের ভ্যানিটি ভ্যান ছিল না। ফলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছবির শুটিংয়ের সময় বাধ্য হয়েই খোলা আকাশের নীচে, ঝোপের আড়ালে বহুবার পোশাক পরিবর্তন করতে হয়েছিল আলিয়াকে। করেছিলেন শৌচকর্মও! এরকমই এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছবির শুটিংয়ের সময় বাধ্য হয়েই প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়েছিল আলিয়া ভাটকে। নিরাপদ জায়গা দেখে অভিনেত্রী যখন শৌচকর্ম করতে গিয়েছে, সেই সময়ে ছবির শুটিংয়ের এক ক্রু-সদস্য ইচ্ছে করেই সেখানে যাওয়ার চেষ্টা করেছিল! তা নজরে পড়ামাত্রই ওই ব্যক্তিকে সেইমুহূর্তে কাজ থেকে বের করে দেন ইমতিয়াজ।
এরপর ইমতিয়াজ জানান যে বর্তমানে ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিবর্তন এসেছে। প্রায় খোলনলচে বদল হয়েছে। এখন বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের জন্য খুব নিরাপদ জায়গা। ‘হাইওয়ে’ ছবির শুটিংয়ের ওই ঘটনার মতো ওরকম আর কোনও অনভিপ্রেত ঘটনা আর ঘটে না। তাঁর দাবি, যে সেটে পুরুষ সদস্যদের আধিক্য রয়েছে সেখানেও মহিলা-শিল্পীদের শুধু সম্মান ও যত্ন করাই নয়, দেওয়া হয় মানসিকভাবে নিরাপত্তাও।
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?
জিয়া খানের মৃত্যু বিতর্ক কাটিয়ে লাইম লাইটে সূরজ পাঞ্চোলি, চার বছর পর অভিনয়ে ফিরে কী বললেন অভিনেতা?
অত্যাচারের পাহাড় ঠেলে জিতল কি 'জয়া'? কতটা মিলল আত্মসম্মানের হিসেবনিকেশ?
‘কিং’-এ পা রাখছেন অমিতাভ? শাহরুখ না অভিষেক- কার সঙ্গে হাত মেলাবেন ‘শাহেনশাহ’?
'আলিয়ার সঙ্গে কাজ করতে চাই...' পর্দায় বোনের নায়ক, না খলনায়ক! কোন চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে?
পহেলগাঁও জঙ্গি হামলার ‘অ্যাকশন’! পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ‘সর্দারজি ৩’ থেকে ছাঁটলেন দিলজিৎ?