
রবিবার ০৪ মে ২০২৫
অতীশ সেন
দার্জিলিং থেকে সান্দাকফুর পথে বেড়াতে যাওয়ার সময় শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মৃত্যু হল কলকাতার এক পর্যটকের। জানা গিয়েছে,মৃত পর্যটকের নাম আশিস ভট্টাচার্য (৫৮)। তিনি মধ্য কলকাতার ভবানীপুরের ৪২-এ রমেশ মিত্র রোডের বাসিন্দা। বিগত ১৮ নভেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে পাহাড়ে বেড়াতে আসেন তিনি। ১৯ নভেম্বর তাঁরা 'ধোত্রে'তে রাত্রিবাস করেন। সেই রাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত সুখিয়াপোখরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার দার্জিলিং জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তাঁর দেহ তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা দেহ নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। চলতি বছরে সান্দাকফু বেড়াতে গিয়ে দুই জন পর্যটকের মৃত্যু হল।
দার্জিলিং সদর মহকুমার মহকুমাশাসক রিচার্ড লেপচা জানান, প্রশাসনের পক্ষ থেকে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) এর সঙ্গে আলোচনা করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য স্বাস্থ্য সম্পর্কিত একটি নির্দেশিকা জারির পরিকল্পনা চলছে। আগামী সপ্তাহ থেকেই এই নির্দেশিকা কার্যকর হতে পারে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মানেভঞ্জন থেকে সান্দাকফু ট্রেকিং করার সময় ইজরায়েল-এর এক পর্যটকের মৃত্যু হয়েছিল। ২০২৪ এর ২৮ মে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা তন্ময় কুন্ডু সান্দাকফু বেড়াতে এসে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। এর পরই সান্দাকফু, ফালুট ভ্রমণের ক্ষেত্রে মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছিল জিটিএ। এই বিষয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে এই শীতের মরসুম থেকেই শারীরিক পরীক্ষানিরীক্ষা করার পর 'ফিট সার্টিফিকেট' মিললেই সান্দাকফুর পথে যাওয়া যেত।পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু।
উচ্চতা ৩৬৩৬ মিটার বা প্রায় ১১হাজার ৯৩০ ফুট। সিঙ্গালিলা জাতীয় উদ্যানের অন্তর্গত নেপাল সীমান্তে অবস্থিত সান্দাকফু যেতে হলে মানেভঞ্জন (১৯৮০ মিটার) থেকে চিত্রে (২৪০০ মিটার), মেঘমা (২৮০০ মিটার), টুংলু (৩০৫০ মিটার), টুমলিং (২৯০০ মিটার), গৌরিবাস (২৬০০ মিটার), কালিপোখরি হয়ে সান্দাকফু ট্রেকিং করা যায়। সময় লাগে প্রায় ৩ দিন। চাইলে সান্দাকফু পেরিয়ে ফালুট (৩৬০০ মিটার) থেকে ওখরে (২১০০ মিটার) হয়ে নেমে আসা যায়। ধোত্রের উচ্চতা প্রায় ২৬০০ মিটার। ট্রেনিং ছাড়াও মানেভঞ্জন থেকে ছোট গাড়ি (ল্যান্ডরোভার) চেপে এক দিনে সান্দাকফু পৌঁছে যাওয়া যায়। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা যেমন কমে তেমনি বায়ুর চাপ ও বাতাসে থাকা অক্সিজেনের পরিমাণও কমে যায়।
সমুদ্রপৃষ্ঠের তুলনায় ধোত্রে'তে অক্সিজেনের পরিমাণ প্রায় ৭২% এবং সান্দাকফুতে ৬৫%। যেখানে নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকার উচ্চতা মাত্র ১৩৫ মিটার। পাহাড়ে অল্প সময়ে বেশি উচ্চতায় উঠলে অক্সিজেন কম থাকা ও উচ্চতাজনিত কারণে শারীরিক সমস্যা হতেই পারে। ট্রেকিং করে উঠলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার বা 'অ্যাক্লাম্যাটাইজেশন' এর জন্য অনেকটা সময় পাওয়া যায়। গাড়ি করে এক দিনে অনেকটা উঁচুতে পৌঁছে গেলে রাতে অনেকেই শারীরিক অস্বস্তিতে ভুগতে পারেন। তবে সান্দাকফু বা ফালুটের উচ্চতায় সুস্থ মানুষের ক্ষেত্রে মৃত্যু খুব স্বাভাবিক ঘটনা নয়। উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টজনিত রোগ, মদ্যপান অসুস্থ হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী