
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার নবান্নতে সাংবাদিক বৈঠকে একগুচ্ছ বক্তব্য তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একদিকে যেমন আলু-পেঁয়াজের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, তেমনই সিআইএসএফ, নিচু তলার পুলিশের একাংশের উপরও দুর্নীতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে নবান্নতে এদিন মমতা একগুচ্ছ বিষয়ে বড় ঘোষণা করেন। এদিন মমতা বলেন-
১। ২০২৪-২৫ রবি মরশুমের জন্য কৃষকবন্ধু নতুন প্রকল্পে ১ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার কৃষককে মোট ২ হাজার ৯৮৩ কোটি টাকা সহায়তা প্রদান করবে রাজ্য। আগামিকাল থেকেই এই টাকা ছাড়া হবে। এবছর কৃষকবন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট ৫ হাজার ৮৫৯ কোটি সহায়তা দেবে রাজ্য। দু’বছরে রাজ্য সরকার বাংলার কৃষকদের ২১ হাজার ১৩৪ কোটি টাকার সহায়তা দিয়েছে, এই টাকা সম্পূর্ণ রাজ্যের।
২। কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবার এককালীন যে ২ লক্ষ টাকা পায়, তাতে ১ লক্ষ ২৭ হাজারের বেশি কৃষক পরিবারকে ২ হাজার ৫৪৪ কোটি টাকার বেশি সহায়তা প্রদান করেছে রাজ্য।
৩। শস্য বিমা প্রকল্পে এখন চাষিদের টাকা দিতে হয় না, কেন্দ্রও দেয় না। আমরা দিই। ১ কোটি ২ লক্ষ কৃষককে বাংলা শস্য বিমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়, আরও ৩ হাজার ২২১ কোটি টাকা সহায়তা করা হয়েছে।
৪। বন্যা-সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তাতে প্রায় ৬৫ হাজার কৃষক এতে নাম লিখিয়েছেন। ডিসেম্বরের মধ্যে প্রতি যোগ্য কৃষক-ক্ষেতমজুর-বর্গাদার ক্ষতিপূরণ পাবেন।
৫। লক্ষ্মীর ভান্ডারে বাংলা মডেল। ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে নতুন করে ‘লক্ষ্মীর ভান্ডার’-এ যুক্ত করা হয়েছে। ডিসেম্বরে তাঁরা টাকা পেয়ে যাবেন। যতদিন বাঁচবেন, আজীবন পাবেন এই টাকা। লক্ষ্মীর ভান্ডারের জন্য সরকারের বছরে প্রায় ৬২৫ কোটি ২০ লক্ষের বেশি অতিরিক্ত খরচ হবে। এখন মোট ২ কোটি ২১ লক্ষ মানুষ লক্ষ্মীর ভান্ডার পাবেন। বিধবা ভাতা, বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আর্জি জানাতে হবে না।
৬। লক্ষ্মীর ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় ৪৮ হাজার ৪৯০ কোটির সহায়তা পেয়েছেন। আরও যুক্ত হবে ৬২৫কোটি।
৭। ডিসেম্বর থেকে ৪৩ হাজার ৯০০ জন বিধবা ভাতা পাবেন। রাজ্য জুড়ে ২০ লক্ষ ৩২ হাজারের বেশি বিধবা এই ভাতা পান, নতুন করে যুক্ত হবে ৪৩ হাজারের বেশি। রাজ্যজুড়ে এর জন্য খরচ হবে প্রায় ৩ হাজার কোটি।
৮। বিশেষ ভাবে সক্ষমদের জন্য মানবিক ভাতা, ডিসেম্বর থেকে আরও ১৯ হাজারের বেশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের এই ভাতা দেওয়া হবে, বাড়তি খরচ হবে ২৩ কোটি।
৯। আবাস যোজনায় ৬০শতাংশ দেয় কেন্দ্র, ৪০ শতাংশ রাজ্য। ২৪ হাজার ২৭৫কোটি টাকা এই খাতে পায় রাজ্য, সেই টাকা তিন বছর বাংলাকে দেয়নি কেন্দ্র।
বর্ষা-বন্যাকালে সাধারণের প্রবল দুর্গতির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী এ-সহ একাধিক ইস্যুকে বারবার কেন্দ্র সরকারকে কটাক্ষ করেছেন।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১