
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং। তার জন্য বিহার থেকে সুপারি কিলারের দল ভাড়া করে আনা হয়েছে। মঙ্গলবার বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন। পাশাপাশি এদিন তিনি উত্তর ব্যারাকপুরের উপপুরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তেরও আশ্বাস দিয়েছেন।
গত শনিবার বাড়ির মধ্যে থেকে উত্তর ব্যারাকপুর পুরসভার উপপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ প্রয়াত তৃণমূল নেতার পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। তাতে তিনি দু’জনের বিরুদ্ধে চাপ দিয়ে টাকা নেওয়ার কথা লিখে গিয়েছেন। মঙ্গলবার সাংসদ পার্থ ভৌমিক উত্তর ব্যারাকপুরের আনন্দমঠ এলাকায় প্রয়াত সত্যজিৎবাবুর বাড়িতে গিয়েছিলেন। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তাঁর সঙ্গে ছিলেন। প্রয়াত সত্যজিৎবাবুর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে বেরোনোর সময় পার্থ সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, ‘সত্যজিৎবাবুর মৃত্যুরহস্যের তদন্তের জন্য আমি পুলিশকে বলেছি। যথাসময়ে পুলিশ ব্যবস্থা নেবে।’
তারপরই পার্থ বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে তোপ দাগেন। পার্থ বলেন, ‘আমার কাছে খবর আছে, বিজেপি নেতা অর্জুন সিং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করেছেন। তাঁকে হত্যা করার জন্য বিহার থেকে সুপারি কিলারের দল ভাড়া করা হয়েছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে আমি কথা বলেছি। বিষয়টি তাঁকে দেখতে বলেছি। রাজনৈতিক লড়াইয়ে অর্জুন আসলে সোমনাথের কাছে হেরে গিয়েছেন। তাই, বদলা নিতে তিনি তাঁকে খুনের চেষ্টা করছেন। সোমনাথের যদি কোথাও কিছু হয়, তার জন্য অর্জুন সিং দায়ী থাকবেন।’ জগদ্দলের বিধায়ক সোমনাথ বলেন, ‘ব্যারাকপুরে অর্জুন সিং ছাড়া আমার কোনও শত্রু নেই। আমি অর্জুনের সমস্ত অপরাধ প্রকাশ প্রকাশ্যে এনেছি। প্রমাণ করে দিয়েছি, তাঁর মদতে ব্যারাকপুরে বহু খুন হয়েছে। তাই, আমাকে তিনি পথের কাঁটা মনে করছেন। আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাতে অবশ্য আমি ভয় পাচ্ছি না। আমি পুলিশের কাছে কোনও নিরাপত্তার দাবি করিনি।’
পার্থ ও সোমনাথের অভিযোগ সম্পর্কে পাল্টা বলেছেন বিজেপি নেতা অর্জুনও। তিনি বলেন, ‘রাজ্যের সরকার তৃণমূলের। মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী তৃণমূলের। আমি যদি সুপারি কিলার ভাড়া করে এনে থাকি, পুলিশ তাদের ধরছে না কেন? আসলে তৃণমূলের ভিতরেই চূড়ান্ত গোষ্ঠীসংঘর্ষ চলছে। নিজেরাই নিজেদের নেতা–কর্মীদের খুনের চেষ্টা করছে। মুখ বাঁচাতে এখন ওরা আমাকে নিশানা করছে।’ সোমনাথ শ্যাম সম্পর্কে অর্জুনের মন্তব্য, ‘সোমনাথকে আমি শত্রু মনে করতে যাব কেন? তিনি আমার কোনও লেভেলেই পড়েন না। ওঁকে শত্রু মনে করার মতো সময়ও আমার নেই। আসলে সোমনাথের বিরুদ্ধে এনআইএ তদন্ত শুরু হবে। তার আগে তিনি রাজ্য পুলিশ দিয়ে নিজের নিরাপত্তা বলয় সাজিয়ে নিতে চাইছেন। তাই, আমার বিরুদ্ধে হাওয়ায় মিথ্যা অভিযোগ ভাসিয়ে দিয়ে তিনি সে সব সুবিধা নিতে চাইছেন।’
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী