
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মরশুমে একটানা ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। তবে নভেম্বরে আমজনতার মুখে হাসি ফুটেছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে সোনার দামে এসেছে বড়সড় স্বস্তি। আজ, ১৮ নভেম্বর ২০২৪ তারিখে সোনার মূল্য কমেছে। ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রাম মূল্য হয়েছে ৭৫৮১.৩ টাকা, যা গতকালের তুলনায় ১০ টাকা কম। ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম মূল্য ৬৯৫১.৩ টাকা, যা একইভাবে ১০ টাকা কমেছে।
বিয়ের মরশুমে উপহার দিতে হোক বা নিজের জন্য, কম-বেশি সোনা কিনে থাকেন৷ আসলে গয়নাপ্রেমী মানুষের কাছে সোনার চাহিদা রয়েছে বরাবর। যদিও বর্তমানে যেটুকু দাম কমেছে তাতে হয়েতো সকলের যে সাধপূরণ হবে, এমনটা নয়। কিন্তু আগামী দিন দাম আরও বেড়ে যাওয়ার আগে এখনই হালকা ওজনের গয়না কিনে রাখতে পারেন।
বিয়ে হোক বা অন্নপ্রাশন-জন্মদিনের পার্টি, সরু সোনার চেনের সঙ্গে পরার জন্য ছোট্ট লকেট বা পেনডেন্ট কিনতে পারেন। ১ গ্রামের মধ্যে এই রকম গয়না পেয়ে যাবেন। আত্মীয়-পরিচিতদের অনুষ্ঠানে এটি বেশ ভাল উপহার।
হালকা সোনার আংটি কিনে রাখতে পারেন। সেক্ষেত্রে পাথর বসানো আংটির চেয়ে সোনার পাতের উপর ছিলে কাটা আংটি ওজন কম হবে। ফলে দামও কম পড়বে। মুখেভাতে আংটি দেওয়ার চল রয়েছে। বর্তমানে সোনার দাম সামান্য কমায় এখনই শিশুদের আংটি কিনে রাখতে পারেন। প্রয়োজন আগামী দিনে সেগুলি বদলে অন্য কিছু কেনা যেতেই পারে।
ব্রেসলেট এমন একটি গয়না যা ভারতীয় কিংবা পাশ্চাত্য সব রকম পোশাকের সঙ্গেই সমানভাবে মানায়। যে কোনও বয়সীদের সাজেই বেশ খাপ খাইয়ে যায় এই গয়না। ১ থেকে ২ গ্রামের মধ্যেও সেই গয়না পাওয়া যায়। শিশুদের উপহার হিসাবে ব্রেসলেট দিতে পারেন। সেক্ষেত্রে ছোটদের ব্রেসলেটের ওজন একটু কম হবে।
নাকের গয়না বলতেই এখনও অনেকের প্রথমেই মনে পড়ে নাকছাবির কথা। পুরনো নকশা ও কারুকাজ করা নাকের গয়না ইদানীং জনপ্রিয়তার নিরিখে উপরের দিকে উঠে এসেছে। আবার প্রাদেশিক গয়নাও পরেন অনেকে। নাকছাবি বা নাকফুল পরা বেশ সহজ এবং মুখের গড়নের সঙ্গে মিলিয়ে নানা আকারের নাকের গয়না বেছে নিতে পারেন। ছোট উপহার হিসাবে নাকছাবি মন্দ নয়! সামান্য দাম কমায় নিজের জন্য কিংবা উপহার হিসাবে সোনার নাকফুল বা নাকছাবি কিনে রাখতে পারেন।
বিয়েতে পাওয়া গয়না লকার-বন্দি হয়ে পড়ে থাকে বেশিরভাগ মধ্যবিত্তের। তাই সবসময়ে পরতে পারেন এমন কিছু গয়না বানিয়ে রাখতে পারেন। যার মধ্যে অন্যতম সকেট চুরি। এতে সোনাও অল্প থাকে। আসলে এই ধরনের চুড়ি ব্রোঞ্জ দিয়ে তৈরি হয় এবং উপরে বসানো থাকে সোনার পাত। যদিও বাইরে থেকে দেখে বোঝা মুশকিল।
স্নানের জলে আয়রন? মাথায় দিলে নষ্ট হচ্ছে চুল? নিয়মিত এই কটি নিয়ম মানলেই হারাবে না চুলের জেল্লা
জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে? জিভের রংই বলে দেবে স্বাস্থ্যের হাল-হকিকত
সঙ্গীর শুধুই সঙ্গমে আগ্রহ? আপনার সম্পর্কের রসায়নে বিপদ সংকেত নয় তো! ৫ লক্ষণই বলে দেবে সহজে
কেদারনাথ যাত্রা শুরু আগামিকাল, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা
৪০ পেরিয়েও ২১-এর শক্তি! যৌবন ধরে রাখতে ট্যাবলেট নয়, প্রয়োগ করুন এই পঞ্চবান
এক রাতে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা
লিভারের জন্য জরুরি ম্যাগনেশিয়াম, কোন কোন খাবার মিলিয়ে খেলে ঠেকাতে পারবেন ফ্যাটি লিভারের ঝুঁকি
চাল ভেজানো জলেই ম্যাজিক! এক সপ্তাহ এইভাবে ব্যবহার করুন তো, ফল দেখলে চমকে যাবেন
ফোনের আসক্তিতে সন্তানের আচরণে বদল এসেছে? ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
শুধু রান্না-গরম নয়, হেঁশেলের হরেক কাজ নিমেষে করতে পারে মাইক্রোওয়েভ অভেন! জানেন সেইসব জাদু টোটকা?