
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নেতা-জনপ্রতিনিধি, তাঁদের দিকে নজর থাকে সাধারণ মানুষের। তাঁদের বক্তব্য নিয়ে জোর চর্চা চলে। কিন্তু একসঙ্গে নেতারা চড়ুইভাতি বা পিকনিক করতে গিয়ে, ঝোলে মাংস খুঁজে না পেয়ে, জড়িয়ে পড়লেন হাতাহাতিতে। রাজনীতিতে এখন তা নিয়েই জোর চর্চা। কটাক্ষ করে অখিলেশ বলছেন রাজনীতিতে আর যাই হোক, এই মটন ওয়ার আগে কখনও হয়নি।
ঘটনাস্থল উত্তরপ্রদেশ। বিজেপি সাংসদ এক ভোজের আয়োজন করেছিলেন। নেতার ভোজে উপস্থিত হয়েছিলেন আরও বহু নেতা, চেনাজানা লোকজন। বাকি সব ঠিক ছিল, কিন্তু আচমকা বিপত্তি হয় এক নেতার কাজে। ওই নেতার অভিযোগ ছিল, তাঁর মটন গ্রেভিতে নাকি মাংসই নেই।
বিজেপি সাংসদ বিনোদ কুমার বিন্দের মির্জাপুরের অফিসে ওই ভোজের আয়োজন করা হয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, সেখানেই অন্য এক নেতা মাংসের ঝোলে মাংস খুঁজে না পেয়ে, মেজাজ হারিয়ে ফেলেন। শুধু তাই নয়, থাপ্পড় মারেন খাবার পরিবেশন করছিলেন, যিনি তাঁকে। আরও অনেকেই ওই অভিযোগ করেন। যদিও বর্ষীয়ান নেতারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
ওই ঘটনা নিয়েই উত্তরপ্রদেশের রাজনীতিতে এখন জোর চর্চা। সমাজবাদী পার্টি নেতা, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব তীব্র কটাক্ষ করেছেন ঘটনার। বলছেন, এখনও পর্যন্ত আমাদের বিধানসভা কিংবা লোকসভার নানা ঘটনা মনে থাকার মতো। বহু ঘটনা ইতিহাসে জায়গা করে নিয়েছে। কিন্তু এই মটন ওয়ার, রাজনীতির যুদ্ধের মাঝে, মাংস নিয়ে এই লড়াই মনে থাকবে মানুষের। এই ঘটনাকে সামনে এনে গেরুয়া শিবিরকেও তীব্র কোটাক্ষ করেছেন অখিলেশ।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও