মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ভবঘুরে মহিলাকে তুলে আছাড়, বাঁশ দিয়ে বেধড়ক মার, হাড়োয়ার ঘটনায় আঁতকে উঠলেন সকলে

Pallabi Ghosh | ১৭ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৫Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ভবঘুরে মহিলাকে তুলে আছাড়। তারপর বাঁশ দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। অবশেষে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ ওই যুবককে পাকড়াও করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার পীর গোরাচাঁদ বাজার চত্বরে। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনোয়ারা বিবি নামে বছর চল্লিশের এক ভবঘুরে মহিলা গোরাচাঁদ বাজার সংলগ্ন একটি দরগার কাছে থাকতেন। তাঁর আত্মীয়-পরিজন বলে তেমন কেউ নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মহিলার এক জোড়া রুপোর কানের দুল ছিল। মিলন শেখ নামে স্থানীয় এক যুবকের কাছে তিনি তা রাখতে দিয়েছিলেন। শনিবার ওই দুল ফেরত চাইতেই মিলন তাঁকে বেধড়ক মারধর করে। দরগার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মিলন ওই মহিলাকে তুলে আছাড় মারছে। তারপর বাঁশ দিয়ে এলোপাথাড়ি আঘাত করছে। অন্য এক মহিলা ঠেকাতে গেলে মিলন বাঁশ নিয়ে তাঁর দিকেও তেড়ে যায় মিলন। সিসিটিভির ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ‌তা দেখে গোরাচাঁদ বাজারের ব্যবসায়ীরা পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ সিসিটিভির ওই ফুটেজ দেখে মিলনকে চিহ্নিত করে। শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। 

 

আক্রান্ত আনোয়ারা বিবি বলেন, 'পরিবারের লোকেরা আমাকে কেউ দেখেন না। আমি ভিক্ষা করে খাই। আমার এক জোড়া কানের দুল ছিল। আমি মিলনের কাছে তো রাখতে দিয়েছিলাম। ওই দুল ফেরত চাইতেই আমাকে মিলন মারধর করেছে।' 

 

স্থানীয় বাসিন্দা মিজানুর মোল্লা বলেন, 'দরগা একটি পবিত্র জায়গা। এখানে বহু অসহায় মানুষ আশ্রয় নেন। সেখানে ঢুকে মিলন শেখ নামে ওই যুবক যেভাবে অসহায়ক মহিলাকে মারধর করেছে, আমরা তাতে উদ্বিগ্ন। আমরা অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।' 

 

পীর গোরাচাঁদ দরগা ট্রাস্টি বোর্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, 'অসহায় এক মহিলাকে অমানবিকভাবে মারধর করা হয়েছে। সামাজিক মাধ্যমে ওই ছবি দেখে আমরা শিউরে উঠেছি। আমরা পুলিশের কাছে অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।' পুলিশ ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।


North 24 Pargana Crime News West Bengal

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া