
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা এবং হাওড়বাসীর কাছে যেন প্রাণের স্পন্দন হাওড়া ব্রিজ। একে ছাড়া ভাবা যায় না কিছুই। ৮১ বছর ধরে নিজের কাজে অবিচলভাবে করে চলেছে হাওড়া ব্রিজ। সেখানে কোনও বিরাম নেই। ১৯৪৩ সালে চালু হওয়া হাওড়া ব্রিজ কলকাতা এবং হাওড়াকে সংযুক্ত করে। প্রতিদিন লক্ষাধিক মানুষ ও যানবাহন বহন করে চলেছে এই ব্রিজ।
১৬ তারিখ শনিবার রাত ১১টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ব্রিজের সমস্ত যান চলাচল। ওই পাঁচ ঘণ্টা কোন পথে যাতায়াত করা যাবে, তা-ও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে হাওড়া পুলিশ। সেই সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, হাওড়া থেকে কলকাতাগামী সমস্ত যানবাহন ফরশোর রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যেতে পারবে। আবার দক্ষিণ হাওড়া, পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ হয়ে গোলাবাড়ি এলাকা দিয়ে নিয়ে যাওয়া হবে।
সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারেরা। সেই সূত্রেই জানা যাচ্ছে, এর আগে যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৮ সালে হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল। এরপর, ৪০ বছরের মধ্যে আর এই সেতুর স্বাস্থ্যপরীক্ষা করা হয়নি। শেষবার সেতুর স্বাস্থ্যপরীক্ষা করেছিল RITES Ltd নামের একটি পাবলিক সেক্টর।
হাওড়া ব্রিজ একটি সাসপেনশন টাইপ ব্যালান্সড ক্যান্টিলিভার কাঠামো, যা তার নির্মাণশৈলীর জন্য বিশ্বে ষষ্ঠ দীর্ঘতম। বিদ্যাসাগর সেতু নির্মাণের পরও হাওড়া ব্রিজের গুরুত্ব কমেনি। প্রতিদিন আনুমানিক ১ লক্ষ যানবাহন এবং ১.৫ লক্ষ পথচারী ব্রিজটি ব্যবহার করেন। ব্রিজটি শুধু যাতায়াতের জন্য নয়, এর অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হাওড়া রেলওয়ে স্টেশনের কাছাকাছি অবস্থিত, যা এখনও বিশ্বের অন্যতম ব্যস্ততম স্টেশন এবং কলকাতার প্রবেশদ্বার।
এই ব্রিজ শুধুমাত্র একটি পরিবহন মাধ্যম নয়, এটি কলকাতার প্রতীক। শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এবং সাধারণ মানুষের কল্পনায় এর স্থান অকল্পনীয়। কলকাতার কোনও চিত্রই হাওড়া ব্রিজ ছাড়া সম্পূর্ণ হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ১৯৪৩ সালে, ব্রিজটি যখন চালু হয়, তখন জাপানি বিমান থেকে কলকাতায় বোমা হামলা চলছিল। নিরাপত্তার স্বার্থে ব্রিজের উদ্বোধন রাতে করা হয়। ব্রিজটির নির্মাণকাজ ভারতীয় শিল্পের একটি বড় কৃতিত্ব। প্রথমে ব্রিজ নির্মাণের জন্য ইংল্যান্ড থেকে ইস্পাত আনা হয়েছিল। কিন্তু যুদ্ধের কারণে সেই সরবরাহ বন্ধ হলে টাটা স্টিল প্রয়োজনীয় টেনসাইল স্টিল সরবরাহ করে। তবে এবার ৫ ঘণ্টার জন্য স্তদ্ধ হয়ে যাবে এই ব্যস্ততম সেতু।
চরবৃত্তির ইতিহাসে নতুন অধ্যায়! লাস্য-যোগে অপরাধ, অর্থলোভ না কি মনস্তত্ত্ব?
‘এখানেই শেষ নয়, আবারও পাহাড় জয় করতে বেরোব’, কলকাতায় ফিরে জানালেন কনস্টেবল লক্ষ্মীকান্ত
লরির চাকায় পিষল শিশুর মাথা, মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়
ফের নৃশংস র্যাগিং-এর অভিযোগ যাদবপুরে! এবার অভিযোগ দুই 'প্রাক্তন' এসএফআই কর্মীর বিরুদ্ধে
পোশাক আর দাড়ি দেখেই ইন্টার্নকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দিলেন অধ্যাপক? মেডিক্যাল কলেজে তৈরি অনুসন্ধান কমিটি
শিয়ালদহ বা হাওড়ার ছবি তুললেই বিশাল বিপদ? নতুন নিয়ম জেনে সাবধান হোন
বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন
ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন, এল কোথা থেকে?
রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির
কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে সিংহী পার্কের বিশেষ আয়োজন ‘কবি প্রণাম’
দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি
কলকাতা পুলিশের কনস্টেবল পা রাখলেন মাউন্ট এভারেস্টে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীও
নতুন করে আলোচনার কোনও অবকাশ নেই, হঠকারি জায়গা থেকে সরে এসে সরকারের সঙ্গে সহযোগিতা করুন: ব্রাত্য
রহস্য না কি সম্মিলিত অপরাধ: চকোলেট কাড়ছে শৈশব, কীভাবে?
আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু তা কখনও উগ্র, হিংস্র হয় না: অভিষেক