
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নতুন নির্দেশিকা জারি হল নবান্নের তরফ থেকে। নবান্নের সরকারি কর্মীদের প্রত্যেককেই এবার থেকে বায়োমেট্রিক দিয়ে উপস্থিতি নথিভুক্ত করতে হবে। প্রত্যেক কর্মীকে করতে হবে বায়োমেট্রিক। কেউ বায়োমেট্রিক এর পরিবর্তে খাতায় সই করলে সেটাকে আর উপস্থিতি বলে গণ্য করা হবে না। বায়োমেট্রিক চালু ছিল আগেই। কিন্তু সরকারের নির্দেশিকার মতে, তারপরও বহু কর্মী সেই নিয়ম মানছিলেন না। সেই কারণেই সেই নিয়মের ঢিলেঢালা ভাব ছেড়ে সরাসরি বাধ্যতামূলক করা হল বায়োমেট্রিক উপস্থিতি। এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নবান্ন। এই নির্দেশ দিয়েছেন রাজ্যের যুগ্মসচিব নাভেদ আখতার।
গতবছরই চালু করা হয়েছিল বায়োমেট্রিক। কিন্তু তার পাশাপাশি বজায় ছিল খাতায়-কলমে সই করা। এর ফলে দেখা গিয়েছিল বেশ কিছু কর্মী শুধু খাতায়-কলমেই সই করছেন। বায়োমেট্রিক ব্যবহার করছেন না। সেই কারণেই জারি করা হল নতুন নিয়ম। দেখা গিয়েছে, কেউ বদলি হয়ে এলে তার বায়োমেট্রিক সংক্রান্ত তথ্য নবান্নকে জমা করেননি। আবার অন্য দপ্তর থেকে এলেও দেখা গিয়েছে সেই একই নিয়ম। এর ফলে কর্মীদের হাজিরা সংক্রান্ত নির্দেশের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। এদিনের নির্দেশিকায় বলা হচ্ছে, শুধু নবান্নে এলেই নয়, যখন নবান্ন থেকে অন্য কোনও জায়গায় বদলি হয়ে যাবেন তখন তাদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করতে হবে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগাম জানাতে হবে। নবান্নে নতুন কেউ বদলি হয়ে এলে তিনি দফতরে না যাওয়া পর্যন্ত খাতায় কলমে সই করতে পারবেন, কিন্তু নিয়মিত কাজ শুরু হলেই তাকেও বায়োমেট্রিক অ্যাটেনডেন্স দিতে হবে।
বরাবরই কর্মসংস্কৃতির পক্ষে সওয়াল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের কর্মসংস্কৃতি ফেরাতে একাধিক ব্যবস্থা নিয়েছেন। ফলে আগের থেকে সরকারি অফিসের হাল এখন অনেকই ভাল। তবে কর্মমুখী পরিবেশকে আরও শৃঙ্খলাবদ্ধ করতে নবান্নে চালু হয়েছিল বায়োমেট্রিক। সেই বিষয়টি নিয়েই এবার আরও কঠোর হল নবান্ন।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১