
সোমবার ০৫ মে ২০২৫
বাপি মণ্ডল: রাত পোহালেই রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোটগ্রহণ হবে হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন নিরাপত্তার সমস্ত রকম ব্যবস্থা মজুত রেখেছে। ছয় বিধানসভার সব ক'টি বুথের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকছে। তার জন্য মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুথের বাইরে অবশ্য রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মীরাই নিরাপত্তার দায়িত্বে থাকছেন। কমিশনের বিশেষ নজর থাকছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি বিধানসভার দিকে।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে রাজ্যের ছয় জন বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছেন। তার মধ্যে পাঁচ জন তৃণমূলের বিধায়ক রয়েছেন। রয়েছেন বিজেপিরও এক বিধায়ক। সাংসদ হিসেবে শপথ গ্রহণের আগে ছ'জনকেই বিধায়ক পথ থেকে ইস্তফা দিতে হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি বিধায়কশূন্য ওই ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করে। রাত পোহালেই উপনির্বাচনের ভোটগ্রহণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে হাজি নুরুল ইসলাম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে দল তাঁকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করে। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তিন লক্ষ ৩৩ হাজার ভোটে হারিয়ে হাজি নুরুল সাংসদ নির্বাচিত হন।
অন্যদিকে, নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে পার্থ ভৌমিক গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার পার্থকেই দল প্রার্থী করে। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে হারিয়ে তিনিও সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে হাড়োয়া ও নৈহাটিতে উপনির্বাচন হচ্ছে। হাড়োয়া কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে সদ্যপ্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলামকে। তাঁর বিরুদ্ধে আইএসএফ, বিজেপি ও কংগ্রেস আলাদা করে প্রার্থী দিয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাজি নুরুল আইএসএফ প্রার্থীকে প্রায় ৮১ হাজার ভোটে পরাজিত করেছিলেন। বিজেপি তৃতীয় স্থানে ছিল। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল হাড়োয়ায় প্রায় এক লক্ষ ১১ হাজার ভোটে লিড পেয়েছে। স্বাভাবিকভাবে হাড়োয়া কেন্দ্রে বিরোধীদের পিছনে ফেলে তৃণমূল অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে। তবে আইএসএফও লড়াই জারি রেখেছে।
অন্যদিকে নৈহাটি বিধানসভা কেন্দ্রে পার্থ ভৌমিকের ছেড়ে যাওয়া আসনে তৃণমূল প্রার্থী করেছে পুরসভার দু'বারের চেয়ারম্যান পারিষদ সনৎ দে-কে। উল্লেখযোগ্য বিষয়, বামেদের একদা দুর্ভেদ্য ঘাঁটি নৈহাটিতে উপনির্বাচনে সিপিএম কোনও প্রার্থী দেয়নি। তারা আসনটি সিপিআই (এমএল) লিবারেশনকে ছেড়ে দিয়েছে। রাজ্যে প্রথমবার বাম জোটের অন্তর্ভুক্ত হল লিবারেশন। বিজেপি ও কংগ্রেস এখানে আলাদা করে প্রার্থী দিয়েছে। বিরোধীদের পিছনে ফেলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শহরে শাসকদল তৃণমূল ব্যাপকভাবে প্রচারের হাওয়া পালে টেনেছে। নির্বাচনী পরিসংখ্যান বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ১৮ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিলেন। লোকসভা নির্বাচনে তৃণমূলের লিড ছিল ১৫ হাজারেরও বেশি। গঙ্গাপাড়ের শহর নৈহাটিতে জয়ের ব্যাপারে তৃণমূল বেশ আশাবাদী হয়ে উঠেছে। তবে বিরোধীরাও বিনাযুদ্ধে মাটি ছাড়তে নারাজ।
কমিশন সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া বিধানসভার মোট ভোটার দুই লক্ষ ৬৯ হাজার ১০৩ জন। তার মধ্যে মহিলা ভোটার এক লক্ষ ৩০ হাজার ৩৯৩ জন। পুরুষ ভোটার এক লক্ষ ৩৮ হাজার ৭০৫ জন। ভোটগ্রহণে আঁটোসাঁটো নিরাপত্তার জন্য মোট ৩১টি সেক্টর করা হয়েছে। মোট বুথ ২৯৭টি। উত্তেজনাপ্রবণ বুথ ৩৪টি। বুথে নিরাপত্তায় মোট ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মী থাকছেন ১৬৭০ জন। মোট ভোটকর্মীর সংখ্যা ১১১৬। সঙ্গে ২৭টি কুইক রেসপন্স টিমের গাড়ি ঘুরবে গোটা হাড়োয়া বিধানসভা এলাকায়।
অন্যদিকে নৈহাটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লক্ষ ৯৩ হাজার ৮৩৪। পুরুষ ভোটার ৯৬ হাজার ৭৪ জন। মহিলা ভোটার ৯৭ হাজার ৭৫২ জন। মোট বুথের সংখ্যা ২১০। ভোট পরিচালনার জন্য ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মী থাকছেন এক হাজারেরও বেশি। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাক ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন সর্বত্র সক্রিয় থাকবে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী