
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দুদিন ধরে নিখোঁজ ছিলেন স্ত্রী। স্বামী খোঁজ শুরু করতেই ঘরের ভেতর থেকে বেরোল স্ত্রীর মৃতদেহ। তাও আবার ঘরের সোফা কামবেডের ভেতর থেকে। ঘটনাটি ঘটেছে পুণেতে। দুদিন ধরে নিখোঁজ ছিলেন ২৪ বছরের স্বপ্নালি পাওয়ার। তাঁর স্বামী উমেশ পাওয়ার পেশায় ক্যাব চালক। পুণের হাদাপসারের কাছে হুন্ডেকার বস্তিতে বাস করতেন স্বপ্নালি।
পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার সকালে স্বামী উমেশের সঙ্গে শেষবারের মত ফোনে কথা হয়েছিল স্বপ্নালির। কাজের জন্য বিডে থাকা উমেশ তখন বাড়ি ফিরছিলেন। ফিরে এসে স্বপ্নালিকে না পেয়ে তিনি দু'দিন ধরে শহরে খোঁজাখুঁজি করেন।
শনিবার সকালে উমেশ হঠাৎই আবিষ্কার করেন তাঁদের বাড়ি থেকে কিছু মূল্যবান জিনিসপত্র নিখোঁজ। বাড়িতে খোঁজাখুঁজি শুরু করতেই সোফা কাম বেডের ভেতর থেকে উদ্ধার হয় স্ত্রীর মৃতদেহ। ফুরসুঙ্গি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তদন্ত শুরু করে।
ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, স্বপ্নালীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং তাঁর গলায় নখের দাগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিচিত কেউ এই খুনের সঙ্গে যুক্ত থাকতে পারে। কারণ ফ্ল্যাটে জোর করে ঢোকার কোনও চিহ্ন পাওয়া যায়নি। ইতিমধ্যে একজনকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ।
ডেপুটি কমিশনার অফ পুলিশ আর রাজা জানিয়েছেন, মৃতদেহ উদ্ধারের পর থেকেই সন্দেহভাজনের ফোন বন্ধ রয়েছে। পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন প্রায়ই এই দম্পতির ফ্ল্যাটে আসত এবং মাঝেমধ্যে রাতে থেকেও যেত। জানা গিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট এবং ডগ স্কোয়াডের সাহায্যে মূল্যবান সূত্র পাওয়া গেছে।
পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে। খুন ও চুরির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশ দ্রুত তদন্ত চালাচ্ছে, যাতে অপরাধীকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করা যায়।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও