
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের ডেঙ্গির বলি রাজ্যে। এবার উত্তর কলকাতায়। বছর ৩৬ -এর যুবক প্রাণ হারালেন মারণ জ্বরে। গতকাল অর্থাৎ শুক্রবারই জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন আরজিকরে। শনিবার সকালেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, মৃতের নাম বিট্টু সিংহ। জোড়াবাগান এলাকার বাসিন্দা তিনি। হাসপাতাল থেকে দেওয়া ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ আছে। পুজোর পর থেকেই সাধারণত বাড়ে ডেঙ্গির প্রকোপ। বারবার ডেঙ্গি থেকে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ছাদে কিংবা আশপাশে জমা জল রাখতে বারণ করা হচ্ছে। বাড়ির চারপাশে পরিচ্ছন্ন রাখার কথা বলা হচ্ছে। সাধারণত, এডিস মশা থেকেই ডেঙ্গি হয়। সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা, ভোর চারটে থেকে সকাল ছয়টা ডেঙ্গির মশা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তাই যেসব এলাকায় মশার উৎপাত বেশি সেখানে প্রয়োজনে দরজা জানলা বন্ধ রাখার কথা বলা হচ্ছে, ব্যবহার করতে বলা হচ্ছে মশারি। অনেকেরই ধারণা থাকে ব্লিচিং পাউডার ডেঙ্গি লার্ভা নির্মূল করবে। এটা একেবারেই ভুল ধারণা। ডেঙ্গি মশার উপদ্রব থেকে বাঁচতে চাইলে অ্যান্টি লার্ভাল স্প্রে ব্যবহার করতে হবে।
এখন জ্বর হলেই রক্ত পরীক্ষা করতে হবে। অনেকেই প্রথম এক দু'দিন গাফিলতি দেখান। তাতেই বাড়তে পারে বিপদ। বিশেষজ্ঞরা বলছেন, লক্ষণ দেখেই নিজে থেকে কোনও ওষুধ খেয়ে নেওয়া ঠিক নয়। তার আগে রক্ত পরীক্ষা করুন। ডেঙ্গি ধরা পড়লে উপযুক্ত চিকিৎসা দরকার। সাধারণত ডেঙ্গি জ্বর প্রথম তিন থেকে সাত দিন থাকে এরপর জ্বর কমে গেলেও প্লেটলেটের সংখ্যা কমতে থাকে। বিপদ বাদে তখনই। তাই আগাম সতর্কতা অবলম্বন করা খুব জরুরি। নইলে এ থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রতি বছরই দেখা যায় ডেঙ্গির কোপে পড়ে মৃত্যু হচ্ছে নাগরিকদের।
প্রসঙ্গত, সারা রাজ্যে এই রোগে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১৫ হাজার পেরিয়েছে। শুধু কলকাতায় বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজার।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১