রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | জঙ্গিপুরে চালু হল মুর্শিদাবাদ জেলার প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ, আজ থেকেই ভর্তি শুরু 

Sumit | ০৫ নভেম্বর ২০২৪ ২১ : ০১Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক :   দীর্ঘ টালবাহানার পর অবশেষে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের অনুমোদন পেল মুর্শিদাবাদ জেলার প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নামাঙ্কিত এই বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ডাক্তারি পড়ুয়াদের ভর্তি এবং পঠন-পাঠন শুরু হয়ে যাবে বলে জানা গেছে।

 

প্রসঙ্গত, এই মুহূর্তে সরকারি উদ্যোগে গড়ে ওঠা একটি মেডিক্যাল কলেজ বহরমপুর শহরে রয়েছে। কিন্তু সেই হাসপাতালে প্রতিদিন রোগীর চাপ বেড়ে চলেছে।  

 

জাকির হোসেন বলেন," আমার স্বপ্ন রয়েছে এই মেডিক্যাল কলেজকে আগামী দিন রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার। এখানে খুব কম খরচে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা পাবেন।" 

 

জাকির হোসেন ঘনিষ্ঠ গৌতম ঘোষ বলেন," ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল থেকে আপাতত ৫০ টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমোদন পাওয়া গেছে। মঙ্গলবার থেকেই ছাত্র-ছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হবে এবং আগামী কয়েকদিনের মধ্যে এখানে ডাক্তারি পড়ুয়াদের ক্লাস শুরু হবে।" সূত্রের খবর, এই মেডিক্যাল কলেজের পরিকাঠামো এখন থেকেই ৩০০ জন এমবিবিএস ছাত্র-ছাত্রী প্রতি শিক্ষাবর্ষে ভর্তি হতে পারেন এমন ভাবে তৈরী করা হচ্ছে। 

 

গৌতম ঘোষ আরও বলেন , "এই মেডিক্যাল কলেজের জন্য জঙ্গিপুরের মিঞাপুর এবং প্রসাদপুরের দু'টি বড় ভবন নির্মাণ করা হচ্ছে। আপাতত মিঞাপুরের ভবনে পঠন-পাঠন শুরু হবে। সেখানেই রয়েছে ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হস্টেল।" ডাক্তারি পড়ুয়াদের পঠন-পাঠন দেওয়ার জন্য ইতিমধ্যেই শিক্ষক-চিকিৎসক নিয়োগের কাজও সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। 

 

সূত্রের খবর- এই বেসরকারি মেডিক্যাল কলেজে তৈরির জন্য রাজ্য সরকারের কাছ থেকে প্রায় এক বছর আগে অনুমোদন মিললেও দীর্ঘদিন ধরে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের অনুমোদন মিলছিল না।সোমবার রাতে কেন্দ্রীয় সংস্থার অনুমোদন চলে আসায় মঙ্গলবার সকাল থেকে খুশির হওয়া জঙ্গিপুর জুড়ে। মেডিক্যাল কলেজের অনুমোদন পাওয়ার খুশিতে আজ সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা জাকির হোসেনকে সংবর্ধনা জানান। 

 

গৌতম ঘোষ ," জঙ্গিপুরে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল থাকলেও সেখানে এখনও সব ধরনের চিকিৎসা পরিষেবা মেলে না। হার্ট, স্নায়ু সহ আরও বেশ কিছু জটিল রোগের চিকিৎসার জন্য এখানকার বহু মানুষকে নিয়মিত কলকাতায় যেতে হয়। আমরা আশাবাদী মেডিক্যাল কলেজ চালু হয়ে যাওয়ার পর আর এখানকার মানুষদেরকে চিকিৎসার প্রয়োজনে কলকাতা যেতে হবে না। এই মেডিক্যাল কলেজ চালু হওয়ার ফলে শুধু মুর্শিদাবাদ নয় পার্শ্ববর্তী জেলা বীরভূম, পাশের রাজ্য ঝাড়খন্ড, বিহার থেকেও প্রচুর মানুষ জঙ্গিপুরের এই বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আসবেন।"


নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া