রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | রঘুনাথগঞ্জে উদ্ধার এক ব্যক্তির অর্ধ-উলঙ্গ দেহ, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা

Sumit | ০২ নভেম্বর ২০২৪ ১৯ : ১০Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : এক ব্যক্তির অর্ধ উলঙ্গ দেহ উদ্ধারের ঘটনায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর এলাকায়। আজ সকালে সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের কাছে নিউমার্কেট এলাকায় একটি গলির ভেতর থেকে ওই ব্যক্তির অর্ধ উলঙ্গ দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম নাসিম শেখ (৪০)। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার আনন্দপুর গ্রামে। 

 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান,"দেহটি উদ্ধার করে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে সেটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।" 

 

মৃত ওই ব্যক্তির পরিবার সূত্রে খবর, বছর কয়েক আগেও হকারির কাজ করতেন নাসিম শেখ। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে সেই কাজ ছেড়ে দিয়ে নিজের বাড়িতে মায়ের সঙ্গে বিড়ি তৈরির কাজ করতেন নাসিম। সূত্রের খবর, ওই ব্যক্তি বিবাহিত হলেও তার 'যৌনবিকৃতির' কারণে বেশ কয়েক বছর আগে স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। বর্তমানে নাসিম বাড়িতে মায়ের সঙ্গে একাই থাকতেন। 

 

মৃত ওই ব্যক্তির এক আত্মীয় ওসমান আলি বলেন," শুক্রবার রাত সাতটা নাগাদ বাজার করতে যাবার জন্য নাসিম বাড়ি থেকে বার হন। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি।  সারারাত বিভিন্ন জায়গায় নাসিমের সন্ধানে আমরা তল্লাশি করলেও রাতে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল ১১ টা নাগাদ আমরা জানতে পারি নাসিমের দেহ নিউ মার্কেটের পাশে একটি গলিতে পড়ে রয়েছে।" 

 

তিনি আরও বলেন," আমরা যখন দেহটি দেখতে পাই তখন নাসিমের গায়ে একটি ফুল শার্ট এবং পরনে লুঙ্গি ছিল। যদিও লুঙ্গিটি দেহের উপরের অংশ পর্যন্ত তোলা ছিল। এর পাশাপাশি নাসিমের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের অনুমান কেউ বা কারা তাকে খুন করেছে। যদিও নাসিমের কোনও শত্রু ছিল বলে আমার জানা নেই।" 

 

অন্যদিকে জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন -প্রাথমিক তদন্তে তাদেরও অনুমান ঐ ব্যক্তিকে খুন করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই যুবক সমকামী ছিলেন। পুলিশের অনুমান কারও সঙ্গে দেখা করতে গিয়ে সম্ভবত ওই ব্যক্তি খুন হয়ে থাকতে পারেন। প্রাথমিক তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে মৃত ওই ব্যক্তির যৌনাঙ্গে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। তদন্তকারীদের অনুমান কোনও পুরোনো আক্রোশের কারণে খুন হয়ে থাকতে পারেন ওই ব্যক্তি।


Body found in murshidabadUnkhown body found

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া