বুধবার ৩০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Riya Patra | ২৮ অক্টোবর ২০২৪ ২২ : ৩৯Riya Patra
অতীশ সেন, ডুয়ার্স: নাগরাকাটায় বাড়ির উঠোন থেকে শিশুকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার নয়দিনের মাথায় বনদপ্তরের পাতা খাঁচায় বন্দী হল লেপার্ড। ঘটনার পরই বনদপ্তরের পক্ষ থেকে ছাগল টোপ দিয়ে দুটি খাঁচা পাতা হয়েছিল। সেই খাঁচাতেই সোমবার ভোরে পূর্ণবয়স্ক পুরুষ এই লেপার্ড বন্দী হয়। গ্রামবাসীরা ধরা পড়া বাঘটিকে 'খুনি' হিসেবে চিহ্নিত করলেও বনদপ্তরের কর্মীরা এই বিষয়ে এখনও সম্পূর্ণ নিশ্চিত নয়। তবে যে জায়গা থেকে চতুর্থ শ্রেনীর পড়ুয়া নাবালিকা'কে লেপার্ড তুলে নিয়ে গিয়েছিল, তার কাছেই লাগানো খাঁচায় এই লেপার্ড বন্দী হওয়ায় নাগরাকাটা ব্লকের জঙ্গল ঘেঁষা দক্ষিণ খেরকাটা গ্রামে অনেকটাই স্বস্তি ফিরেছে।
১৯শে অক্টোবর সন্ধেয় গ্রামেরই একটি বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে কুয়োর পাড়ে হাতমুখ ধোয়ার সময় সুশীলা গোয়ালা নামের ১২ বছরের এক নাবালিকা'কে একটি লেপার্ড তুলে নিয়ে গিয়েছিল। পরে রাতে জঙ্গল থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। বন দপ্তরের পক্ষ থেকে ঘাতক লেপার্ডের গতিবিধির উপর নজর রাখতে এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসানোর পাশাপাশি ঘটনাস্থলেই কাছেই দুটি খাঁচাও পাতা হয়েছিল। সেই খাঁচাতেই ন'দিনের মাথায় একটি লেপার্ড ধরা পড়েছে। সোমবার সকালে লেপার্ডের গর্জন শুনে স্থানীয় গ্রামবাসীতা খাঁচার সামনে ভীড় জমান। খাঁচাটি খানিকটা দূর্বল থাকায় লেপার্ডটিকে ঘুম পড়ানি গুলি করে উদ্ধার করা হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরই এলাকায় লাগানো ট্র্যাপ ক্যামেরায় ওঠা লেপার্ডের ছবির সোমবার সকালে খাঁচায় ধরা পড়া লেপার্ডটিকে মিলিয়ে দেখা হচ্ছে৷
যে জমিতে খাঁচাটি লাগানো হয়েছিল সেই জমির মালিক রূপেশ ছেত্রী জানান লেপার্ডটি যে দিন শিশুটিকে তুলে নিয়ে গিয়েছিল তার পর দিনই বনদপ্তরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়। খাঁচায় ধরা পড়া লেপার্ড দেখে তাদের মনে হচ্ছে এটা সেই খুনি বাঘ। ফলে তারা যথেষ্ট খুশি। ধরা পড়া লেপার্ডটিকে গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলে না ছাড়ার জন্য তিনি সহ স্থানীয় গ্রামবাসীরা বনদপ্তরের আধিকারিকেরা অনুরোধ করেন। তারা বলেন খেরকাটা গ্রাম থেকে খুব কাছেই গরুমারার জঙ্গল, গরুমারায় তাকে ছাড়া হলে সেটি আবারো গ্রামে ফিরে আসতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
বনদপ্তরের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের রেঞ্জার সজল কুমার দে জানান,বনকর্মীদের কেউই হামলাকারী লেপার্ডকে দেখেননি, ফলে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। গ্রামবাসীরা মনে করছেন খাঁচায় ধরা পড়া লেপার্ডই শিশুটির উপর হামলা করেছে, তারা কয়েকজন হামলাকারী লেপার্ডকে দেখেছিলেন। তিনি বলেন খাঁচায় ধরা পড়া লেপার্ডকে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের খয়েরবাড়ির লেপার্ড পুনর্বাসন কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। আপাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হবে।
নানান খবর

নানান খবর

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

ভরসন্ধেয় আসানসোলে চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে

তীব্র গরম থেকে রেহাই, শিলাবৃষ্টিতে স্বস্তি ফিরল বাঁকুড়ায়

'কাশ্মীরে ২৬ পর্যটক আর কুম্ভমেলায় মৃত্যু হয়েছে ১০০ পুণ্যার্থীর, সংসদে আলোচনা চাই', আর্জি কল্যাণের

অনাথ আশ্রমে প্রয়াত মৌ রায়চৌধুরীর স্মরণসভা, গানে-কথায় শ্রদ্ধাজ্ঞাপন

দিঘার পর্যটন ব্যবসায়ে নতুন জোয়ার, জগন্নাথ ধামের উদ্বোধনে বাড়ছে পর্যটকদের ভিড়