
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: একটি ‘গোল্ডেন জ্যাকেল’ প্রজাতির শিয়ালকে ধরে, তার পা বেঁধে গাছ থেকে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে এক নাবালককে আটক করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। শনিবার তাকে বহরমপুরে জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করানো হবে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ‘বনদপ্তরের তরফ থেকে এটি লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই নাবালককে আটক করেছে।’ স্থানীয় সূত্রে জানা গেছে দিন কয়েক আগে সামশেরগঞ্জ থানার অন্তর্গত দোগাছি–সাকারঘাট এলাকায় কয়েকজন নাবালক একটি ‘গোল্ডেন জ্যাকেল’ প্রজাতির শিয়াল ধরে। ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের তফশিল ২ অধীনে এই প্রাণী বিশেষভাবে সংরক্ষিত বলে চিহ্নিত করা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নাবালকেরা শিয়ালটিকে ধরার পর তার একটি পা বেঁধে গাছ থেকে ঝুলিয়ে দেয়। এরপর এক নাবালক ওই শিয়ালটিকে বারবার লাঠি দিয়ে আঘাত করতে থাকে। তাকে দেখে আরও দু’তিনজন নাবালক এসে শিয়ালটি মরে যাওয়ার পরও সেটিকে লাঠি দিয়ে বারবার মারতে থাকে।
শিয়ালকে গাছ থেকে ঝুলিয়ে পিটিয়ে মারার গোটা ঘটনাটি ভিডিও করে কেউ বা কারা এরপর সমাজমাধ্যমে ছড়িয়ে দেয়। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর মে মাসে একটি জীবন্ত মুরগির মাংস ছিঁড়ে খাওয়ার ভিডিও তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের হাতে আটক হয়েছিল দুই নাবালক এবং গ্রেপ্তার হয়েছিল এক যুবক। শিয়ালকে নৃশংসভাবে পিটিয়ে মারার এই ভিডিওটি শুক্রবার স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার নজরে আসে। এরপর ওই সংস্থার সদস্যরা দ্রুত বিষয়টি মুর্শিদাবাদ–নদিয়া রেঞ্জের ডিভিশনাল ফরেস্ট অফিসের নজরে আনেন।
শুক্রবার বনদপ্তরের তরফ থেকে সামশেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভিডিওটি দেখে পুলিশ অভিযুক্ত ওই নাবালককে চিহ্নিত করে তাকে আটক করে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও