
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন উপনির্বাচনে পৃথকভাবে লড়াই করছে বাম ও কংগ্রেস। চব্বিশের লোকসভা নির্বাচনের পরে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে এই সমীকরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অধীররঞ্জন চৌধুরীকে সরিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে শুভঙ্কর সরকার আসীন হওয়ার পর আসন্ন উপনির্বাচনে এককভাবে লড়াই করবে বাংলার কংগ্রেস।
অন্যদিকে, জোট না হওয়ার কারণ হিসেবে লাল শিবিরের অন্দরের সূত্রে খবর, ছাব্বিশের আগে এই উপনির্বাচনে এককভাবে লড়ে নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে চাইছে বামেরাও। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, এই ছয়টি বিধানসভা আসনে ভোট হবে ১৩ নভেম্বর। এরমধ্যে মাদারিহাট বিধানসভা আসনটি বিজেপির দখলে থাকলেও বাকি সবই তৃণমূলের দখলে। মেদিনীপুর আসনে সিপিআই ও মাদারিহাটে লড়বে আরএসপি। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে জোটের ক্ষেত্রে এই দুটি আসন নিয়ে কোনওরকম সমঝোতার পথে যেতে নারাজ দুই বাম শরিক।
অন্যদিকে, একুশের ভোট ও গত লোকসভা নির্বাচনে জোটবদ্ধ লড়াই বাংলার কংগ্রেসকে অক্সিজেন দিতে ব্যর্থ হয়ছে। হাত শিবিরের সূত্র বলছে, উপনির্বাচন হতে চলা বিধানসভা কেন্দ্রের জেলার কংগ্রেস সভাপতিরাও চাইছেন এই নির্বাচনে এককভাবে লড়াই করুক দল। তবে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট না হওয়ার নেপথ্যে অন্য সমীকরণ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ওয়াকিবহাল মহলের মতে, বাংলার মাটিতে নির্বাচনী বৈতরণী পাড় করতেই ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে জোট করার প্রস্তাব দিতে পারে কংগ্রেস। এখন থেকে সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেই বামেদের সঙ্গত্যাগের সিদ্ধান্ত হাত শিবিরের। প্রসঙ্গত, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ২০১১ সালে বাংলার ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। পরবর্তী সময় বাংলায় জোড়াফুল শিবির ত্যাগ করে কাস্তে-হাতুড়ি হাতে তুলে নেয় জাতীয় কংগ্রেস।
চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল-কংগ্রেস জোট হওয়ার সম্ভাবনা তৈরি হলেও তা বাস্তবায়িত হয়নি। সূত্র বলে, তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের কঠোরপন্থি তৃণমূল বিরোধিতার কারণেই আলোচনায় বসেও বাংলায় জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট করার সিদ্ধান্ত থেকে সরে আসে ঘাসফুল শিবির। একইসঙ্গে লোকসভা ভোটে বাংলায় নির্বাচনী প্রচার এড়িয়ে গিয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা সহ জাতীয় কংগ্রেসের জাতীয় স্তরের নেতৃত্বরাও। চব্বিশের ভোটে নিজের গড় বহরমপুর থেকে পরাজয়ের মুখ দেখতে হয় অধীরকেও।
বিধানসভা নির্বাচনে জোট করা নিয়ে প্রকাশ্যে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস কোনও প্রতিক্রিয়া না দিলেও রাজনৈতিকমহল বলছে, বঙ্গ কংগ্রেসে নেতৃত্বে বদল হতেই ছাব্বিশের নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে সমীকরণ বদলের সম্ভাবনা দেখা দিচ্ছে।
বিশেষ সূত্রে খবর, কলকাতা কলকাতা মেট্রো ইউনিয়নের ভোটে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করার প্রক্রিয়ার সলতে পাকানো শুরু করতে পারে হাত শিবির। কলকাতা মেট্রো ইউনিয়নের ভোটে তৃণমূলের জোটসঙ্গী হতে পারে কংগ্রেস। আর
কলকাতা মেট্রো ইউনিয়নের ভোটে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে জোট হলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাত ধরতেই পারে জাতীয় স্তরে ইন্ডিয়া জোট শরিক এই দুই দল। তবে শেষ পর্যন্ত যদি বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূলের জোট হয়, তাহলে তা হবে বাংলার রাজনীতিতে আরও এক নতুন অধ্যায়ের সূচনা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী