সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ পুলিশের, জঙ্গিপুরে চালু হল 'গ্রিন সাইকেল টিম'

Pallabi Ghosh | ২৩ অক্টোবর ২০২৪ ২৩ : ০৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে নারী সুরক্ষার জন্য এবার বিশেষ পদক্ষেপ করল জঙ্গিপুর পুলিশ জেলা। বুধবার জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মহিলাদের সুরক্ষার জন্য একসাথে চালু হল 'পিঙ্ক মোবাইল ভ্যান' এবং 'গ্রিন সাইকেল টিম'। 

 

রাজ্যের বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে মহিলাদের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য জঙ্গিপুর এবং ধুলিয়ান পুরসভা এলাকায় মহিলা পুলিশ নিয়ে তৈরি 'উইনার্স বাহিনী' মোটরসাইকেল নিয়ে শহরে টহল দেওয়া শুরু করেছে। 

 

তবে দুই পুরসভা এলাকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাতে আরও ভালভাবে মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করা যায় সেই উদ্দেশ্য নিয়েই আজ থেকে চালু হল 'পিঙ্ক মোবাইল ভ্যান' এবং মহিলা পুলিশ বাহিনীর 'গ্রিন সাইকেল টিম'।আপাতত পুলিশ জেলার ২০ জন মহিলা সদস্য সাইকেলে করে দুই পুরসভা এলাকার প্রত্যন্ত গলি এবং এলাকাগুলোতে টহলদারি এবং নজরদারি করবেন। 

 

জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় আজ 'পিঙ্ক মোবাইল ভ্যান' এবং 'গ্রিন সাইকেল বাহিনী'র পথচলা পতাকা নেড়ে শুরু করেন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক। 

 

পুলিশ সুপার আনন্দ রায় বলেন, 'শহরাঞ্চলে যেখানে বাসে এবং ট্রেনে করে মহিলারা বেশি যাতায়াত করেন এবং হাসপাতাল ও সাধারণ মানুষের ভিড় হয় এমন এলাকাগুলোতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পিঙ্ক মোবাইল ভ্যান চালু করা হল।' 

 

তিনি বলেন, সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান পুরসভা এবং রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর পুরসভা এলাকার প্রত্যন্ত গলিগুলোতে যাতে আরও ভালভাবে মহিলাদের সুরক্ষা প্রদান করা যায় এবং পুলিশ বাহিনীর দ্রুত গলির ভেতরে ঢুকতে পারে সেই উদ্দেশ্য নিয়ে এখন থেকে উইনার্স বাহিনী মোটরসাইকেল ছাড়াও গ্রিন সাইকেলে করে টহলদারি চালাবে। গ্রিন সাইকেল পুলিশ বাহিনী চালু হয়ে যাওয়ার ফলে শহরের অলিগলিতে পুলিশের নজরদারি আরও বাড়বে। 

 

পুলিশ সুপার জানান, মহিলাদের সুরক্ষার জন্য জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকরা সর্বদা সচেষ্ট। সাধারণ মানুষ বিপদে পড়লে যেকোনও সময় ১০০ নাম্বার ডায়াল করে পুলিশের সাহায্য চাইতে পারেন। এর পাশাপাশি রাস্তাতে পুলিশের আরেকটি গাড়ি এবং 'পিঙ্ক মোবাইল ভ্যান' থাকবে। যাতে মহিলারা বা সাধারণ মানুষ বিপদে পড়লে তৎক্ষণাৎ পুলিশের সাহায্য চাইতে পারেন। 


Murshidabad West Bengal

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া