
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ড থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে মালদা যাওয়ার পথে সোমবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ডাকবাংলো এলাকায় রাজ্য পুলিশের এসটিএফ-এর হাতে গ্রেপ্তার হলেন ৩ যুবক। ধৃত যুবকদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১.৫ কেজি উন্নতমানের হেরোইন।
এসটিএফ সূত্রে জানা গেছে, ধৃত যুবকদের নাম রুবেল শেখ (২৫), ইব্রাহিম শেখ (১৯) এবং আব্দুল মজিদ (২৮) । ধৃত তিন যুবকেরই বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার শাহবাজপুরে। রাজ্য পুলিশের এসটিএফ-এর তরফ থেকে ইতিমধ্যেই ধৃত তিন যুবককে সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার ধৃত যুবকদেরকে জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে।
এসটিএফ সূত্রে জানা গেছে, ধৃত তিন যুবক সম্প্রতি নতুন করে মালদা জেলায় হেরোইনের কারবার শুরু করেছে। কিন্তু সেখানে পুলিশ নজরদারি বেশি থাকায় হেরোইন তৈরি করা সম্ভব হচ্ছিল না। তাই ওই তিন যুবক ঝাড়খণ্ড থেকে হেরোইন নিয়ে মালদায় বিক্রি করা শুরু করেছিল। সোমবার এসটিএফ-এর আধিকারিকেরা খবর পান ওই তিন যুবক হেরোইনের একটি বড় 'কনসাইনমেন্ট' নিয়ে বাসে করে ঝাড়খন্ড থেকে সামশেরগঞ্জ হয়ে মালদা ফিরে যাওয়ার চেষ্টা করছে। প্রাপ্ত খবরের ভিত্তিতে এসটিএফ আধিকারিকেরা ওই তিন যুবককে ১২ নম্বর জাতীয় সড়কের উপর ডাকবাংলো মোড় এলাকায় আটক করেন। এরপর তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় দেড় কেজি উন্নতমানের হেরোইন।
এসটিএফ জানিয়েছে ,ধৃত যুবকদের কাছ থেকে উদ্ধার হওয়া হেরোইনের গুণমান অত্যন্ত উন্নত। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা বলে তদন্তকারি আধিকারিকদের অনুমান। ধৃত যুবকদেরকে জিজ্ঞাসাবাদ করে হেরোইন পাচারের চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও