
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাতে একটা লাঠি নিয়ে দিনভর এদিকে ওদিকে ভিক্ষা করে বেড়ান। সেই ভবঘুরে বৃদ্ধার পুঁটলিতে কিনা দেড় লক্ষ টাকা! শুনতে আজব মনে হলেও সত্যি। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় পথদুর্ঘটনায় ওই বৃদ্ধা জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর পুঁটলি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দেগঙ্গার কালিয়ানি এলাকায় টাকি রোডের পাশে ঝোঁপের মধ্যে পথচারীরা এক ভবঘুরে বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। তড়িঘড়ি তাঁকে স্থানীয় বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে পাঠানো হয়। পরিচয় জানার জন্য জখম বৃদ্ধার সঙ্গে থাকা পুঁটলি খুলে পুলিশ তল্লাশি করতে থাকে। তখনই তদন্তকারী পুলিশকর্মীদের চক্ষু চড়কগাছ ওঠে। বৃদ্ধার পুঁটলি থেকে উদ্ধার হয় গোছা গোছা ১০০,২০০ ও ৫০০ টাকার নোট। সেই টাকা গুনে দেখা যায়, সেখানে প্রায় এক লক্ষ ৫৬ হাজার টাকা রয়েছে। উদ্ধারকারী যুবক রফিকুল ইসলাম বলেন, 'কাজের শেষে আমি মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম। পথে টাকি রোডের পাশে কালিয়ানি এলাকায় রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখি। তাঁর সঙ্গে একটি পুঁটলি ছিল। থানায় খবর দিই। পুলিশের সহযোগিতায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধার পুঁটলি থেকে প্রায় এক লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার হয়েছে। কীভাবে তাঁর কাছে এত টাকা এল, বুঝতে পারছি না।'
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই বৃদ্ধাকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া টাকা আপাতত দেগঙ্গা থানার হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই বৃদ্ধা ভিক্ষা করে যে টাকা পেতেন, তা তিনি পুটলিতে বেঁধে রাখতেন। ওই টাকা তাঁর দীর্ঘদিনের সঞ্চয়। রবিবার রাত পর্যন্ত পুলিশ ওই বৃদ্ধার পরিচয় জানাতে পারেনি।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও